ad720-90

করোনাভাইরাস: ৫০ কোটি ডলার বোনাস অ্যামাজন কর্মীদের


প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বের মধ্যে যেসব ব্যক্তি অ্যামাজনের কর্মী তালিকায় থাকবেন তারা তিনশ’ ডলার করে বোনাস পাবেন। এক্ষেত্রে খণ্ডকালীন কর্মীরা দেড়শ’ ডলার বোনাস পাবেন বলে ব্লগ পোস্টে জানিয়েছে অ্যামাজন।

মহামারীতে অনলাইন কেনাকাটা বৃদ্ধির কারণে কর্মীদেরকে ক্ষতিপূরণ দিতে লাখো ডলার খরচ করেছে বেশ কিছু খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। এর মধ্যে ওয়ালমার্ট এবং হোম ডিপোর মতো প্রতিষ্ঠানও রয়েছে।

এর আগে জুন মাসে সম্মুখভাগের কর্মী এবং অংশীদারদেরকে এককালীন অর্থ হিসেবে ৫০ কোটি মার্কিন ডলার দিয়েছে অ্যামাজন।

করোনাভাইরাস মহামারীতে কর্মীদেরকে সুরক্ষা দিতে প্রতিষ্ঠানটি যথেষ্ট করছে কি না, সে বিষয়ে মার্কিন আইনপ্রণেতা এবং ইউনিয়নের জোরালো সমালোচনার মুখেই রয়েছে ই-কমার্স জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar