ad720-90

বাসা থেকে কাজের সময়সীমা আরও বাড়ালো গুগল


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, রোববার কর্মীদেরকে পাঠানো এক ইমেইলে প্রতিষ্ঠান প্রধান সুন্দার পিচাই বলেছেন, কার্যালয়ে ফেরা যখন নিরাপদ হবে তখন “নমনীয় কর্মসপ্তাহের” ধারণাও পরীক্ষা করা হবে।

প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই পরিকল্পনা অনুযায়ী কর্মীরা সপ্তাহে অন্তত তিন দিন কার্যালয়ে এসে কাজ করবেন, আর বাকি দিনগুলো বাসা থেকে কাজ করবেন।

ইমেইলে পিচাই বলেছেন, “নমনীয় কাজের মডেল উৎপাদনশীলতা, সহযোগিতা এবং কল্যাণ বাড়াবে, আমরা এমনই একটি ধারণা পরীক্ষা করছি।”

মহামারীর কারণে কর্মীদেরকে বাসা থেকে কাজ করার সুযোগ দেওয়া প্রথম প্রতিষ্ঠানগুলোর একটি গুগল।

প্রাথমিকভাবে ২০২১ সালের জানুয়ারিতে কর্মীদেরকে কার্যালয়ে ফেরানোর পরিকল্পনা ছিলো গুগলের। পরবর্তীতে এই পরিকল্পনা এক দফা পিছিয়ে জুলাই মাসে নিয়েছিলো প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar