ad720-90

সাইবার হামলার শিকার মার্কিন ট্রেজারি ও বাণিজ্য মন্ত্রণালয়


বিবিসি’র প্রতিবেদন বলছে, কম্পিউটার নেটওয়ার্ক টুল সোলারউইন্ডস থেকে সংযোগ বিচ্ছন্ন করতে বলা হয়েছে সব ফেডারেল অসামরিক সংস্থাকে। এই টুলের মাধ্যমেই অবৈধভাবে অনুপ্রবেশ করেছে হ্যাকাররা।

এই হামলার পেছনে কে বা কারা রয়েছে এখনও তা প্রকাশ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র।

হ্যাকিংয়ের এই ঘটনার এক সপ্তাহ আগেই সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ারআই জানিয়েছিল, সাইবার আক্রমণের কবলে পড়ে প্রতিষ্ঠানটির হ্যাকিং টুল বেহাত হয়েছে।

আদেশনামায় মার্কিন সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) জানিয়েছে, সরকারি ব্যবস্থায় হেরফের করার উচ্চ আশঙ্কা রয়েছে বর্তমান হ্যাকিংয়ের।

কম্পিউটার নেটওয়ার্ক টুল নির্মাতা সোলারউইন্ডস এক টুইট বার্তায় জানিয়েছে, “নিরাপত্তা ত্রুটি” সারাতে অরিওন প্ল্যাটফর্মের গ্রাহকদের তাৎক্ষণিকভাবে আপগ্রেড করা উচিত।

এদিকে এক ব্লগ পোস্টে ফায়ারআই জানিয়েছে, চলতি বছরের শুরু থেকেই ব্যক্তিগত এবং সরকারি সংস্থার কম্পিউটার নেটওয়ার্কের দখল নেওয়ার বৈশ্বিক প্রচেষ্টা দেখা যাচ্ছে। সফটওয়্যার আপডেটে ক্ষতিকর কোড ঢুকিয়ে এমনটা করা হচ্ছে।

সোলারউইন্ডস অরিওন প্ল্যাটফর্মের সফটওয়্যার আপডেটে ক্ষতিকর কোড আসছে বলেও জানিয়েছে ফায়ারআই।

সর্বশেষ সাইবার হামলার তদন্তের সঙ্গে জড়িত তিন ব্যক্তি জানিয়েছেন, এই হ্যাকিংয়ের পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফেইসবুক পোস্টে দেওয়া জবাবে এমন অভিযোগকে “ভিত্তিহীন” বলেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar