ad720-90

ডেটার ব্যবহার অ্যাপে স্পষ্ট করতে অ্যাপল ডেভেলপারকে


বিবিসি’র প্রতিবেদন বলছে, ১৪ ডিসেম্বর থেকে অ্যাপ ডেভেলপারকে অবশ্যই তালিকাবদ্ধভাবে দেখাতে হবে অ্যাপটি কোন কোন তথ্য জোগাড় করছে। তালিকায় থাকবে, গ্রাহককে ট্র্যাক করার জন্য কোন তথ্য নেওয়া হচ্ছে এবং কোন তথ্যগুলো সরাসরি গ্রাহকের সঙ্গে যুক্ত।

আইফোন নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, প্রকাশকদের ব্যবসায়িক মডেল পরিবর্তনের চেষ্টা করছে না তারা। নিজস্ব অ্যাপও নতুন নীতিমালার আওতায় এনেছে অ্যাপল।

অ্যাপল জানিয়েছে, গ্রাহক এবং তার কার্যক্রম ট্র্যাক করতে অবস্থান এবং যোগাযোগের মতো তথ্য নেয় ডেভেলপাররা। এই তথ্যগুলো সব সময় অ্যাপের ওপরে দেখাতে হবে বলে নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

স্বাস্থ্য এবং ফিটনেস, আর্থিক তথ্য এবং সার্চ হিস্ট্রির মতো তথ্যগুলো গ্রাহককে সরাসরি যুক্ত করতে পারে।

বিজ্ঞাপন লক্ষ্য করার উদ্দেশ্যে অ্যাপগুলো অন্য অ্যাপ এবং ওয়েবসাইট থেকে ডেটা সংগ্রহ করছে কি না এবং বিজ্ঞাপনী নেটওয়ার্কের মতো তৃতীয় পক্ষের সঙ্গে ডেটা শেয়ার করা হচ্ছে কি না তার ব্যাখ্যা দিতে হবে অ্যাপে।

ডেটা সংগ্রহের বিষয়ে গ্রাহক অস্বস্তিবোধ করলে, তা বন্ধ করতে না পারলেও অ্যাপটি ডাউনলোড না করার সিদ্ধান্ত নিতে পারবেন বলে জানিয়েছে অ্যাপল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar