ad720-90

বছরের শুরুতেই আসছে ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ


প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট বলছে, কয়েক মাস আগেই রটেছিল ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ তৈরির খবর। কিন্তু সে সময় এর সত্যতার ব্যাপারে তেমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

স্মার্টওয়াচের দিকে কিন্তু ওয়ানপ্লাস রাতারাতি নজর দেয়নি। অনেক আগে থেকেই এ ধরনের ডিভাইস তৈরির পরিকল্পনা করছিল প্রতিষ্ঠানটি। ২০১৬ সালে ওয়ানপ্লাস সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই বৃত্তাকার এক স্মার্টওয়াচের নকশা প্রকাশ করেছিলেন।

ততোদিনে অবশ্য পরিধেয় প্রযুক্তি থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছে ওয়ানপ্লাস। ওই সময়টিতে ফোন সম্পর্কিত নয় এমন সব প্রকল্প থেকেই সরে এসেছিল প্রতিষ্ঠানটি।

এবারের ঘটনা ভিন্ন, ডিসেম্বরের ২২ তারিখে পিট লাউ লিখেছেন, “আপনারা অনেকেই বলেছিলেন আপনাদের ঘড়ি দরকার, এবং আপনারা এ সপ্তাহান্তিকে শুনেছেনও হয়তো – আমরা এরকম একটি তৈরি করছি, সামনের বছরের শুরুতে বাজারে ছাড়া হবে। স্বপ্ন আসলেও সত্যি হয়।”

এই মুহুর্তে আর কোনো বিস্তারিত জানা সম্ভব হয়নি। দাম কত হবে, স্পেসিফিকেশন কেমন হবে, অপারেটিং সিস্টেম কোনটা চলবে – এ বিষয়গুলো ধোঁয়াটেই রয়ে গেছে। শুধু আগামী বছর আসবে এটাই নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar