ad720-90

যুক্তরাজ্যে সব বিক্রয়কেন্দ্র বন্ধের পথে অ্যাপল


এর আগে দ্বিতীয় দফায় ক্যালিফোর্নিয়া, মেক্সিকো, ব্রাজিলের সব বিক্রয়কেন্দ্রের পাশাপাশি লন্ডনে এক ডজনের বেশি বিক্রয়কেন্দ্র বন্ধ করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি৷

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, নতুন দফায় যুক্তরাজ্যজুড়ে ১৮টি বিক্রয়কেন্দ্র বন্ধ করেছে অ্যাপল৷ এর মধ্যে স্কটল্যান্ডের কয়েকটি এবং বেলফাস্টের একটি বিক্রয়কেন্দ্রও রয়েছে৷ বেলফাস্টের বিক্রয়কেন্দ্রটি আগেও বন্ধ করা হয়ে থাকতে পারে৷

আগেই লকডাউনে গেছে নরদার্ন আয়ারল্যান্ড৷ ২৬ ডিসেম্বর থেকেই জরুরি নয় এমন সব দোকান বন্ধ রয়েছে সেখানে৷

বেশিরভাগ ক্রেতার জন্যই নতুন করে অ্যাপলের বিক্রয়কেন্দ্র বন্ধ করার বিষয়টি হয়তো খুব বেশি প্রভাব ফেলবে না৷ কারণ, নভেম্বর থেকেই এই বিক্রয়কেন্দ্রের অনেকগুলোতে স্বশরীরে প্রবেশ করতে পারছেন না অনেকে৷

নভেম্বরেই অনেক বিক্রয়কেন্দ্রে শুধু এক্সপ্রেস সেবা চালু করেছে অ্যাপল৷ এই বিক্রয়কেন্দ্র থেকে অনলাইন অর্ডার সংগ্রহ করতে পারলেও বিক্রয়কেন্দ্রের ভেতরে হাঁটাহাটি করে পণ্য দেখার সুযোগ নেই আর৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar