ad720-90

ফুল স্পিডে ২০ এর অধিক লোকেশন সমৃদ্ধ প্রাইভেট ভিপিএন ব্যবহার করুন সম্পূর্ণ বিনামূল্যে


আলোচনা:

100% ফ্রি, দ্রুত এবং সুরক্ষিত ভিপিএন ব্যাবহার করতে কার না  ইচ্ছা করে ৷

যে কোন প্রাইভেট সাইট বা অ্যাপস আনলক করতে পারবেন ৷ 

 

 আমি আজ যে vpn এর কথা বলছি 

এটি 100% ফ্রি তে ব্যবহার করতে পারবেন ৷ কোন প্রিমিয়াম-সাবস্ক্রাইব করতে হবে না আপনাকে ৷ এক ক্লিকেই কানেক্ট হয়ে যাবে ৷ বার বার ডিসকানেক্ট হবার কোন সম্ভাবনা নাই ৷ 

 

এই Vpn  এ ২০এর  অধিক লোকেশন রয়েছে ৷ আমার জীবনে যতদিন ভিপিএন ব্যবহার করেছি তার ভেতরে সবথেকে ফাস্ট এবং দ্রুত Vpn হলো প্রাইভিট VPN ৷  অন্যান্য vpn এর মত এটি একটি ভিপিএন তবে,  এর সুবিধা হল বারবার কানেক্ট করা লাগেনা ৷ একবার করলেই যতক্ষন না বন্ধ করবেন ততক্ষণ চলতে থাকে ৷

যেকোনো ধরনের ওয়েবসাইট আনলক করতে অবশ্যই এই ভিপিনটি ব্যবহার করুন ৷ হাই স্পিড চাইলে অবশ্যই ব্যবহার করুন ৷

 

বেশিরভাগ ভিপিএন থেকে এই ভিপিএনটি ভিন্ন, ভিপিএন প্রাইভেট প্রিমিয়াম বা ভিআইপি সাবস্ক্রিপশন না কিনে সংযোগ করতে পারবেন ৷  20 টিরও বেশি লোকেশন কানেক্ট করে – সমস্ত বৈশিষ্ট্য বিনামূল্যে! প্রাইভেট ভিপিএন কোনও লগ রাখে না এবং ব্যবহারকারীর পরিচয়যোগ্য ডেটা যেমন ব্যবহারকারীর নাম, আইপি বা ইমেলগুলি সংগ্রহ করে না – আপনি একেবারেই নিশ্চিত থাকতে পারবেন !

 

গোপনীয়তা:

আপনার গোপনীয়তা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে এই ভিপিএনটি ! এই ভিপিএন পরিষেবাটি ব্যবহার করে আপনি নিশ্চিত হয়ে থাকতে পারবেন ৷ কেউ আপনার অনলাইন ব্যক্তিগত জিনিস দেখে sees করতে পারবে না ৷ ভিপিএন প্রাইভেটের সাহায্যে আপনার বর্তমান অবস্থানটি পাল্টিয়ে দিন, কেউ আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার প্রিয় ভিডিওগুলি দেখতে বা অন্যান্য পরিষেবাদি ব্যবহার করতে পারে না। মাত্র একটি ক্লিক করেই কানেক্ট করুন এবং আপনি অতি দ্রুত এবং শীর্ষ সুরক্ষিত ভিপিএন দিয়ে যে কোনও সাইটকে আনলক করতে পারবেন।

 

Private VPN কেন ব্যাবহার করবেন:

 প্লে স্টোরে খুঁজলে হাজার হাজার ভিপিএন পাওয়া যায় ৷ তবে সমস্যা হলো বেশিরভাগ ভিপিএন গুলো স্লো ৷ আবার কোন কোন ভিপিএন প্রিমিয়াম হয়ে থাকে ৷ তবে  এই প্রাইভেট ভিপিএন টি সম্পূর্ণ ফ্রিতে  অন্যান্য বিকেল থেকেই বিভিন্ন অনেক দ্রুত ৷ 

এই ভিপিএন ২০এর অধিক লোকেশন পাওয়া যায় ৷ 

মোটের উপর কথা হলো অন্যান্য ভিপিএন এর থেকে অনেক ভালো ৷ সুবিধা হলো আপনার বর্তমান লোকেশন কোন ভাবেই শো করবে না ৷ 

 

VPN যে ভাবে কানেক্ট করবেন:

  1. প্রথমে ভিপিএন ডাউনলোড করুন   
  2. ডাউনলোড করার পর ভিপিএন ওপেন করুন 
  3. তারপর লাল ⭕ বৃত্তে টাপ করুন ৷  
  4. Optimal Location   ক্লিক করে আপনার ইচ্ছামতো যেকোনো একটি দেশ সিলেক্ট করুন ৷
  5. এবার অপেক্ষা করুন ৷ কানেক্ট হলে সরাসরি গুগল ক্রোমে নতুন একটা পেজ হবে ৷ নতুন পেজে আপনার ফেক লোকেশন IP Address দেশ ও সিটির নাম দেখা যাবে ৷ 
  6. ডিসকানেক্ট করতে পুনুরায় ভিপিএন প্রবেশ করুন ৷ সবুজ ♏ বৃত্তে টাচ করুন ডিসকানেক্ট হয়ে যাবে ৷ 

 

VPN FEATURES:

 

  • Completely FREE
  • One-click connection
  • No speed limits
  • Unblocks ANY site
  • Over 20 locations
  • Keeps NO logs
  • Torrent-friendly
  • No bandwidth limits
  • User-friendly interface

 

Vpn Info:

Note: – এই প্রাইভেট  VPN একটি পেইড ভিপিএন তবে কোনো সমস্যা নাই ৷ যখন purchases চাইবে তখন একদিন বা দুইদিন বন্ধ রাখবেন তারপর আবার চালু করবেন ৷ তাহলে আপনাকে পেইড করতে হবে না ৷ এবং পেইড না করেই ফ্রিতে ব্যবহার করতে পারবেন ৷ 

 তাহলে বন্ধুরা আজকে এই প্রাইভেট ভিপিএন ব্যবহার করুন ৷ 100% ফ্রী তে ব্যবহার করুন ৷ কোন ব্যান্ডউইথ লিমিট নাই ৷ যেকোনো প্রাইভেট সাইট আনলক হয়ে  যাবে ৷ আনলিমিটেড স্পিড পাবেন ৷ 

যদি কারো কোন মন্তব্য থাকে তাহলে করতে পারেন নির্দ্বিধায় ধন্যবাদ





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar