ad720-90

চীনা প্রতিষ্ঠানের গাড়ি বানাবে ফক্সকন


অ্যাপলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ডিভাইস প্রস্তুত করে থাকে ফক্সকন। সিএনবিসি’র প্রতিবেদন বলছে, ডিভাইস ছাড়াও এবার গাড়ি প্রস্তুত করে ব্যবসায়ের পরিধি আরও বাড়ানোর চেষ্টা করছে চুক্তিভিত্তিক বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

২০২২ সালের প্রথম প্রান্তিকে যৌথভাবে বাইটনের এম-বাইট এসইউভি উৎপাদনের লক্ষ্যে সোমবার চুক্তি স্বাক্ষর করেছে বাইটন, ফক্সকন এবং নানজিং ডেভেলপমেন্ট জোন।

বিবৃতিতে প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, উন্নত উৎপাদন প্রযুক্তি, কার্যক্রম ব্যবস্থাপনার অভিজ্ঞতায় নিজস্ব বিশেষজ্ঞ সরবরাহের পাশাপাশি এই খাতের অর্জিত জ্ঞান ও সম্পদ ব্যবহার করতে দেবে ফক্সকন।

বাইটনের জন্য টিকে থাকার সুযোগ হতে পার এই চুক্তি। ২০১৮ সালে এম-বাইট উন্মোচনের পর থেকে উৎপাদন বাড়াতে হিমশিম খাচ্ছিলো প্রতিষ্ঠানটি।

করোনাভাইরাস মহামারীর ছোবলের পর জুলাই মাসে উৎপাদন বন্ধ করে পুনর্গঠনের মধ্য দিয়ে যেতে হয়েছে চীনা প্রতিষ্ঠান নানজিংকে।

ফক্সকনের জন্য এটি ব্যবসায়িক বৈচিত্র আনার একটি কৌশল। গত বছরই এক সেট টুল উন্মোচন করেছে ফক্সকন।

এই টুলের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির বড় যন্ত্রাংশগুলো নকশা করতে পারবে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। পরে এই যন্ত্রাংশগুলো উৎপাদন করবে তাইওয়ানিজ প্রতিষ্ঠানটি। গাড়ির শ্যাসি ছাড়াও সফটওয়্যার রয়েছে এই টুলের মধ্যে।

ইতোমধ্যেই টেসলাসহ আরও কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহের কাজ করছে ফক্সকন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar