ad720-90

থিম পার্ক বনিয়েছিল নিনটেনডো, আটকে গেল উদ্বোধন


বিবিসি’র প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠানের জনপ্রিয় মারিও গেইমের বিভিন্ন লেভেলের আদলে নকশা করা হয়েছে ‘সুপার নিনটেনডো ওয়ার্ল্ড’৷ থিম পার্কটি উন্মোচনের কথা ছিলো ৪ ফেব্রুয়ারি৷

এদিকে করোনাভাইরাসের কারণে অন্তত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে জাপান৷ টোকিও ছাড়াও ওসাকাসহ অন্যান্য অঞ্চল পড়বে এই জরুরি অবস্থার আওতায়৷ পার্কটির অবস্থানও ওসাকায়৷

মহামারীর কারণে গত বছরের মাঝামাঝি সময় থেকেই বিলম্বিত হয়ে আসছে ইউনিভার্সাল স্টুডিওজ জাপানে অবস্থিত নিনটেনডোর থিম পার্কটি৷

ডিসেম্বরে থিম পার্কটির একটি ভিডিও শেয়ার করেছে নিনটেনডো৷ ভিডিওতে মারিও নির্মাতা শিগেরু মিয়ামোতো, জেলডা এবং ডংকি কং ছাড়াও আরও অনেককে দেখা গেছে৷

মহামারীতে কোনো থিম পার্কের ভুক্তভোগী হওয়ার ঘটনা এবারই প্রথম নয়৷ বড় পরিসরে টিকাদান কেন্দ্রের জন্য প্রস্তুত হয়েছে ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ডও৷

মঙ্গলবার জাপানে করোনাভাইরাস আক্রান্তের সর্বমোট সংখ্যা তিন লাখে পৌঁছেছে, মৃত্যু ছাড়িয়েছে চার হাজার৷

আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শংকা তৈরি হয়েছে টোকিও অলিম্পিকস নিয়েও৷ এ বছরের গ্রীষ্মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টোকিও অলিম্পিকসের আয়োজন৷ গত বছরই একবার বিলম্বিত হয়েছে এই আয়োজন৷

আয়োজকরা যদিও বলছেন, নির্ধারিত সময়েই এগোবে টোকিও অলিম্পিকস৷





সর্বপ্রথম প্রকাশিত

360 total security lizenz kaufen

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar