ad720-90

নতুন ফ্যাগশিপ গ্যালাক্সি এস২১ আনলো স্যামসাং


বিশ্লেষকরা ধারণা করছেন, গ্যালাক্সি এস২১ সিরিজে এস পেনের সংযোজন ইঙ্গিত দিচ্ছে যে, অন্যান্য প্রিমিয়াম স্মার্টফোন সিরিজেও স্টাইলাস যোগ করতে পারে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি৷ ইতোমধ্যেই নোট সিরিজে রয়েছে এই ফিচার৷

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ক্ষুদ্র বাজারের বদলে এবার হাই-এন্ড ফোল্ডএবল স্মার্টফোনগুলোকে বড় বাজারের জন্য আনতে পারে স্যামসাং৷

তিনটি মডেলে এস২১ সিরিজ উন্মোচন করেছে স্যামসাং৷ সাধারণ এস২১-এর পর্দা ৬.২ ইঞ্চি, এস২১ প্লাসের পর্দা ৬.৭ ইঞ্চি এবং এস২১ আল্ট্রা মডেলের পর্দা ৬.৮ ইঞ্চি৷

এস পেন সমর্থন করবে শুধু এস২১ আল্ট্রা সংস্করণে৷

এস২১ সিরিজে রয়েছে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮৮৮ বা এক্সিনস ২১০০ প্রসেসর৷ আর ডিভাইসগুলোতে র‍্যাম থাকবে ১২ বা ১৬ গিগাবাইট৷

গত মাসে কোয়ালকম জানিয়েছে, ৫জি এই চিপগুলো উৎপাদন করবে স্যামসাংয়ের চিপ নির্মাণ বিভাগ৷

মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি এস২১ এর দাম শুরু হচ্ছে ৭৯৯.৯৯ মার্কিন ডলার থেকে, প্লাস সংস্করণের দাম ৯৯৯.৯৯ ডলার এবং আল্ট্রা সংস্করণের দাম ১১৯৯.৯৯ ডলার৷

২৯ জানুয়ারিতে ডিভাইসগুলো বাজারে আনবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি৷

চীনা হুয়াওয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতার মুখে পড়ার পর স্যামসাং বাজারের দখল আরও বাড়ানোর চেষ্টা করছে বলেও জানিয়েছন বিশ্লেষকরা৷

কাউন্টারপয়েন্ট রিসার্চের বিশ্লেষক সুজেয়ং লিম বলেছেন, হুয়াওয়ের বাধাকে কাজে লাগাতেই কিছুটা আগে গ্যালাক্সি এস২১ উন্মোচন স্যামসাংয়ের একটি কৌশল হতে পারে৷





সর্বপ্রথম প্রকাশিত

avast lizenz kaufen

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar