ad720-90

আরও বিস্তৃতির ‘দ্বারপ্রান্তে’ বিটকয়েন: মাস্ক


সম্প্রতি মাস্কের টুইটার প্রোফাইল পাতায় ‘বিটকয়েন’ হ্যাশট্যাগ যোগ করার পরে শুক্রবার এই ক্রিপ্টোকারেন্সির দাম বেড়েছে এক লাফে ১৪ শতাংশ। এরপর সোমবার এই ক্রিপ্টোকারেন্সিতে নিজের সমর্থন প্রকাশ করে টেসলা ও স্পেসএক্স প্রধান এমন মন্তব্য করেছেন বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুধু আমন্ত্রণ জানানোর সামাজিক মাধ্যম অ্যাপ ক্লাবহাউসে নিজের আত্মপ্রকাশের সময় মাস্ক বলেছেন, “আমি বিটকয়েনের একজন সমর্থক।”

মাস্ক আরও বলেছেন, “আমি মনে করি, প্রথাগত আর্থিক খাতের ব্যক্তিদের কাছে আরও বিস্তৃত পরিসরে গ্রহণযোগ্যতা পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে বিটকয়েন।” আট বছর আগেই এটি কেনা উচিত ছিল।

“উর্ধগতির দিকে আমি কিছুটা ধীর স্থির। এই মুহুর্তে আমি মনে করি, বিটকয়েন ভালো কিছু,” যোগ করেন মাস্ক।

সোমবার প্রতি বিটকয়েনের মূল্য দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৯৬ মার্কিন ডলারে। ২০২০ সালে বিটকয়েনের মূল্য বেড়েছে তিনশ’ শতাংশের বেশি।

গত মাসেই রকেটের গতিতে দাম বেড়ে রেকর্ড ৪২ হাজার মার্কিন ডলারে উঠেছিল এই ক্রিপ্টোকারেন্সির বাজার মূল্য।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar