ad720-90

আইক্লাউড পাসওয়ার্ড এক্সটেনশন এলো ক্রোম ব্রাউজারে


“আইক্লাউড পাসওয়ার্ডস আপনাকে অ্যাপল ডিভাইসে তৈরি করা একই দৃঢ় সফারি পাসওয়ার্ড উইন্ডোজের ক্রোমে ব্যবহারের অনুমোদন দেবে।” – ব্যাখ্যায় লিখেছে ক্রোম ওয়েব স্টোর।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আইক্লাউড ফর উইন্ডোজ ১২.০ সংস্করণের সঙ্গে এক্সটেনশনটি দেওয়া হয়েছে। সেবার তালিকায় “পাসওয়ার্ড” অপশনটি খুঁজে পাবেন আগ্রহীরা।

অপশনটিতে ট্যাপ করলেই ব্যবহারকারীদেরকে ক্রোমের জন্য আইক্লাউড পাসওয়ার্ড নামাতে বলা হবে। ডাউনলোড করে নেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ‘আইক্লাউড কিচেইন’ থেকে ওয়েবসাইটে পাসওয়ার্ড চলে আসবে। 

এনগ্যাজেট উল্লেখ করেছে, শুধু যে অ্যাপল ডিভাইসে তৈরি হওয়া পাসওয়ার্ড ক্রোমে পাওয়া যাবে, তা নয়। ক্রোমে তৈরি করা পাসওয়ার্ডও আইক্লাউড সিংক করে ম্যাক, আইপ্যাড ও আইফোনে ব্যবহার করা যাবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar