ad720-90

স্থায়ীভাবেই বাসা-থেকে-কাজে’র পথে স্পটিফাই


শুক্রবার ওই ব্লগ পোস্টটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। করোনাভাইরাস বাস্তবতায় গোটা বিশ্বেই ক্লাউড-ভিত্তিক প্রক্রিয়ায় চলছে কাজ, মিটিং হচ্ছে অনলাইনে। বিভিন্ন প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ চলছে দূর থেকেই।

প্রতিষেধক দেওয়া সম্পন্ন হতে এ বছরের প্রায় পুরোটা সময় পার হয়ে যেতে পারে। সহসাই খুলছে না অফিস।

রয়টার্স উল্লেখ করেছে, স্পটিফাইয়ের পদক্ষেপ ব্যতিক্রম কিছু নয়। টুইটার, ফেইসবুকের মতো বহু প্রযুক্তি প্রতিষ্ঠান দূর-থেকে-কাজ প্রক্রিয়ায় চলছে বহুদিন ধরেই। এর মধ্যে সেলসফোর্স ডটকম এবং টুইটার ইনকর্পোরেটেড হাইব্রিড বা স্থায়ীভাবে বাসা-থেকে-কাজ অবলম্বন করেছে।

আপাতত বিশ্বব্যাপী নিজেদের কার্যালয় মূল্যায়ন করছে স্পটিফাই। মহামারীর সময়ে পেইড সাবস্ক্রাইবার বেড়েছে সেবাটির। চতুর্থ প্রান্তিকে স্পটিফাইয়ের সাবস্ক্রাইবার সংখ্যা ১৫ কোটি ৫০ লাখ ছুঁয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar