ad720-90

বিশ্বে অ্যাপল ওয়াচ ব্যবহারকারী সংখ্যা দশ কোটিরও বেশি


অ্যাপল বিশ্লেষক নিল সিবার্টের শেয়ার করা সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, ২০২০ সালে তিন কোটি নতুন ব্যবহারকারী পেয়েছে অ্যাপল ওয়াচ।

“দশ কোটি ব্যবহারকারী নিয়ে অ্যাপল ওয়াচ এখন আইফোন, আইপ্যাড এবং ম্যাকের পর অ্যাপলের জনপ্রিয় পণ্যের তালিকায় চতুর্থ অবস্থানে পৌঁছেছে। বিক্রির বর্তমান হার বজায় থাকলে, অ্যাপল ওয়াচ ম্যাকের সংখ্যাকে ২০২২ সাল নাগাদ পেছনে ফেলবে। আইপ্যাডকে পেছনে ফেলতে আরও দীর্ঘ সময় লাগবে এবং বর্তমান বিক্রি হার দিয়ে হিসেব করলে কয়েক বছর সময় লাগবে।” – বিবৃতিতে বলেছেন বিশ্লেষক।

বিজনেস ইনসাইডারের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্র সবসময়ই অ্যাপল ওয়াচের সবচেয়ে বড় ঘাঁটি। দেশটিতে অ্যাপল ওয়াচের ব্যবহার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি। ২০২০ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রায় ৩৫ শতাংশ আইফোন ব্যবহারকারী অ্যাপল ওয়াচ ব্যবহার করছেন।

বিশ্লেষক আরও বলছেন, অ্যাপল ওয়াচ ভোক্তাদের কাছে জনপ্রিয় “আকর্ষণীয় কারণে”, তা হলো নতুন ধারার এ পণ্যটি নানাবিধ কর্মকাণ্ড এবং গুরুত্বপূর্ণ উপসর্গ নজরে রাখা।       

স্ট্যাটিস্টিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, অ্যাপল ওয়াচ বর্তমানে বৈশ্বিক পরিধেয় বাজারের ৫৫ শতাংশ নিজ দখলে রেখেছে। অন্যদিকে, স্যামসাংয়ের দখলে রয়েছে ১৩.৯ শতাংশ বাজার। পরিধেয় বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে গার্মিন, আট শতাংশ নিজ দখলে রেখে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar