ad720-90

ডোজকয়েনেও সমর্থন দেবেন মাস্ক, তবে-


সম্প্রতি খবরটি উঠে এসেছে রয়টার্স, বিজনেস স্ট্যান্ডার্ড, ব্লুমবার্গসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে।

ডোজকয়েন ক্রিপ্টোকারেন্সিটি উদ্ভাবন করেছেন সফটওয়্যার প্রকৌশলী বিলি মার্কাস এবং জ্যাকসন পামার মিলে। বর্তমানে প্রায় ১১ কোটি ৩০ লাখ ডোজকয়েন মাইন হয়েছে গোটা বিশ্বে।

রোববার এক টুইট বার্তায় মাস্ক লিখেছেন, “যদি প্রধান সারির ডোজকয়েন মালিকরা নিজেদের অধিকাংশ কয়েন বিক্রি করেন, তাহলে এটি আমার পুরো সমর্থন পাবে। আমার মতে, অনেক বেশি কেন্দ্রীকরণটাই এখানে মূল সমস্যা।”

বিটকয়েনের পাশাপাশি এ বছর ডোজকয়েনরও মূল্য বেড়েছে। সবমিলিয়ে সাতশ’ শতাংশেরও বেশি মূল্য বেড়েছে ক্রিপ্টোকারেন্সিটির। মাস্কের মতে, ডোজকয়েন হলো জনগণের ‘ক্রিপ্টো’। আর তাই হয়তো, নিজের ছেলের জন্যও কিছু ডোজকয়েন কিনেছেন তিনি।

মাস্ক তার ছেলের জন্য কয়েন কেনার পরপরই দাম বেড়েছিল ক্রিপ্টোকারেন্সিটির। ওই সময় শুধু ‘ডোজ’ লিখে টুইট করেছিলেন টেসলা প্রধান।

গত সপ্তাহে টেসলা বিটকয়েন ক্রিপ্টোকারেন্সিতে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করার কথা জানিয়েছে। ওই খবরে বিটকয়েনর দামও বেড়েছিল। প্রতি বিটকয়েনের দাম গিয়ে ঠেকেছিল ৪৪ হাজার ডলারের কাছাকাছি। “অদূর ভবিষ্যতে” নিজেদের পণ্যের জন্য লেনদেন কাঠামো হিসেবে বিটকয়েন প্রহন করবে বলেও জানিয়ে রেখেছে টেসলা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar