ad720-90

অ্যাপের ‘অনাচার’ বন্ধ করতে প্রযুক্তি বানাচ্ছে চীন


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, সোমবার বেইজিংয়ে দেশটির শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শিয়াও ইয়াকিং বলেছেন, “যে অ্যাপগুলো সংশোধন মানবে না, সেগুলো শক্ত হাতে সরিয়ে ফেলা হবে।”

“তদারকির দিক থেকে আমাদেরকে অবশ্যই আমাদের প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন করতে হবে। আমাদের অবশ্যই তথ্য সুরক্ষার ফাঁকগুলো শনাক্ত করতে হবে, যাতে সাধারণ জনগণ আত্মবিশ্বাসের সঙ্গে অ্যাপ ব্যবহার করতে পারেন,” যোগ করেন ইয়াকিং।

সম্প্রতি দেশটির প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়িয়েছে চীনা নীতিনির্ধারকরা। প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা বিরোধী আচরণ থেকে শুরু করে ভোক্তা অধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলোতে সমালোচনা ও দণ্ড দিচ্ছে দেশটি।

সংশোধনের জন্য অ্যাপ সাময়িকভাবে স্থগিত করতে অনেক প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে চীন। পাশাপাশি মোবাইল অ্যাপে গ্রাহকের ব্যক্তিগত ডেটা জোগাড়ে সীমাবদ্ধতা আনতে ডিসেম্বরে খসড়া নীতিমালা দিয়েছে দেশটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar