ad720-90

৫-জি নেটওয়ার্ক চালু রাশিয়ায়


ডিএমপি নিউজঃ দ্রুতগতির ফাইভজি সেবা চালু করেছে রাশিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়ায় চালু হয়েছে দ্রুতগতির এ সেবা।

রাশিয়ার শীর্ষ টেলিকম অপারেটর এমটিএস শুক্রবার (৫ মার্চ) জানায়, দেশটির রাজধানীর মস্কো ও এর আশপাশের ১৪টি এলাকায় ফাইভজি নেটওয়ার্ক স্থাপন করেছে সংস্থাটি। এর মধ্যে পর্যটকদের জন্য শহরের প্রধান আকর্ষণীয় এলাকা, মস্কোর জনপ্রিয় গোর্কি পার্ক, মস্কোর স্টেট ইউনিভার্সিটি এলাকা ও মস্কো সিটি ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার, রেড স্কয়ারের পাশে লুবাঙ্কা স্কয়ার রয়েছে।

সংস্থাটি আরো জানায়, নতুন প্রজন্মের এই নেটওয়ার্কে সেকেন্ডে ১ দশমিক পাঁচ গিগাবাইট গতিতে ডাটা ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে ১০ গিগাবাইটের কোনো সিনেমা বা ফাইল ডাউনলোড করা যাবে ১ মিনিটেরও কম সময়ে।

এমটিএসের সভাপতি আলেক্সি কর্নিয়া জানায়, বারবার পরীক্ষা-নিরীক্ষার পর প্রথমবারের মতো রাশিয়ায় বড় পরিসরে ফাইভজি সেবা চালু করেছি আমরা। এটি আমাদের হাজার হাজার গ্রাহককে দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar