ad720-90

এমএস এক্সচেঞ্জে হামলার শিকার ৩০ হাজার মার্কিন প্রতিষ্ঠান


প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের অন্তত ৩০ হাজার প্রতিষ্ঠানে হ্যাকারদের সাইবার আক্রমণের চিহ্ন খুঁজে পাওয়া গেছে। মূলত সিস্টেম থেকে ইমেইল যোগাযোগের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।

আক্রমণের খবর শুক্রবার জানিয়েছেন নিরাপত্তা গবেষক ব্রায়ান ক্রেবস। তার তদন্ত বলছে, সংক্রমণ-রোগ গবেষণা, আইন, প্রতিরক্ষা ঠিকাদার, উচ্চ শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান এবং বেসরকারী প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে এতে।

ক্রেবস আরও জানিয়েছেন, যে গবেষকরা ত্রুটিটি চিহ্নিত করেছেন, তারা আরও দুই মাস আগেই দুর্বলতাটির সুযোগ নিতে দেখেছেন হ্যাকারদের।

গ্রাহকদের নির্দেশনা দিতে মার্কিন সরকারের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে মাইক্রোসফট।

“সবচেয়ে ভালো সুরক্ষাটি হলো আক্রান্ত সিস্টেমে যত দ্রুত সম্ভব আপডেট প্রয়োগ করা। আমরা গ্রাহকদের সহায়তা অব্যাহত রাখবো বাড়তি তদন্ত এবং প্রশমন নির্দেশনা দেওয়ার মধ্য দিয়ে। বাড়তি সহায়তা ও সুবিধা পেতে আক্রান্ত কর্মীদের উচিত হবে আমাদের সমর্থন টিমের সঙ্গে যোগাযোগ করা।” – ক্রেবসকে দেওয়া এক বিবৃতিতে বলেছে মাইক্রোসফট।

এ প্রসঙ্গে সিনেট মন্তব্য জানতে চাইলেও কোনো সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar