ad720-90

এলো রিয়েলমি’র গেইমিং ফোন নারজো ৩০এ


রিয়েলমি ব্র্যান্ডের গেইমিং সিরিজের এই ফোনে রয়েছে ২.০ গিগাহার্টজ অক্টা-কোর, এআরএম মালি-জি৫২ জিপিইউ এবং হেলিও জি৮৫ প্রসেসর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এবং অ্যাসফাল্ট নাইন এর মতো ‘হেভি গেইমগুলো’ এই ফোনে খেলা যাবে অনায়াসে।

ফোনটিতে রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্প-আওয়ার ব্যাটারি এবং ১৮-ওয়াটের টাইপ-সি কুইক চার্জার। ফোনটি এক চার্জে ৪৬ দিনের স্ট্যান্ডবাই থাকবে। পাশাপাশি রয়েছে রিভার্স চার্জিং সুবিধা যা ফোনটিকে পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করে অন্যান্য স্মার্ট ডিভাইস চার্জ করা যাবে।

অ্যান্ড্রয়েড ১০ এর উপর ভিত্তি করে তৈরি ৬.৫ ইঞ্চি, ২০:৯ রেশিওর স্ক্রিনযুক্ত ফোনটিতে রয়েছে ডুয়াল মোড মিউজিক শেয়ার, থ্রী-ফিঙ্গার সিলেক্টেড স্ক্রিনশটের মতো ফিচার।

৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত রিয়েলমি নারজো ৩০এ লেজার ব্ল্যাক এবং লেজার ব্লু কালারে পাওয়া যাবে ১২,৯৯০ টাকায়





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar