ad720-90

[Android Photo Recovery] Android ফোনের Deleted ফটো ফিরে পাবেন


আসসালামু আলাইকুম বন্ধু, সবাই কেমন আছেন ? আসা করছি ভালই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার Android ফোনের Delete হয়ে যাওয়া ফটো গুলা ফিরিয়ে আনবেন।

তো চলুন শুরু করা যাকঃ Android Photo Recovery

আমরা সবাই প্রায় Android ফোন ব্যবহার করি, এবং ফোন আমাদের অনেক সুন্দর, মেমরেবল মুহূর্তর ফটো ধারন করা থাকে। যা আমাদের কে সেই সব সৃতি গুলা মনে করাই। কিন্তু অনেক সময় আমাদের কারন বা ওকারনে সে সব ফটো গুলা delete হয়ে যাই। যার কারনে আমরা অনেক কষ্ট পাই এই ভেবে যে, যদি ফটো গুলা আবার ফেরত পেতাম!

হ্যাঁ, বন্ধুরা আর আপনাদের কষ্ট পেতে হবে না! খুব সহজেই এখন আপনার delete হয়ে যাওয়া ফটো ফেরত নিতে পারবেন Delete হয়ে যাওয়া ফটো ফেরত নিয়ে আশার সম্পূর্ণ প্রসেস ভিডিওর মাধ্যমে দেখানো হলঃ

আসা করি সবাই এই ভিডিও টা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিও দেখার পরও যদি কোন ধরণের সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে টিউমেন্ট করে জানাবেন  আমি সমাধান দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে

নতুন নতুন বিষয় জানার জন্য অবশ্যই টেকটিউনস এর সাথেই থাকবেন। মেতে উঠুন প্রযুক্তির সুরে।



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar