ad720-90

অ্যাপল ও গুগলের বিরুদ্ধে পাবজির মামলা


শীর্ষ টেক জায়ান্ট গুগল ও অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে জনপ্রিয় ব্যাটল রয়্যাল ঘরানার গেম পাবজি। কপিরাইট আইন ভঙ্গ করে প্রতিষ্ঠানগুলো তাদের অ্যাপ স্টোরগুলোয় পাবজিকে নকল করে বানানো গেম পরিবেশনের অভিযোগে মামলাটি করে কোরিয়ান স্টুডিও ক্রাফটন এবং এর যুক্তরাষ্ট্রভিত্তিক শাখা পাবজি সান্টা মনিকা।

তাদের অভিযোগ সিঙ্গাপুরভিত্তিক গেম ভেডেলপার গ্যারেনা পাবজিকে নকল করে ফ্রি ফায়ার ও ফ্রি ফায়ার: ম্যাক্স নামে দুটি গেম বানিয়েছে। অ্যাপল ও গুগলের অপরাধ তারা এ গেম দুটি যথাক্রমে অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে প্রকাশ করেছে এবং পরিবেশন করেছে। নকল গেম দুটির গেমপ্লে দেখানোয় অভিযোগ করা হয়েছে ইউটিউবের বিরুদ্ধেও।

এ রকম মামলা আগেও করেছে পাবজি। ২০১৮ সালে পাবজি ও ফোর্টনাইটের মধ্যে মিল থাকার জন্য এপিক গেমসের বিরুদ্ধে মামলা করে ক্রাফটন।তথ্যসূত্র:বনিকবার্তা





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar