ad720-90

বাংলালিংক ও টেলিটকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর


বাংলালিংক ও টেলিটক যৌথভাবে নিজস্ব টেলিকম অবকাঠামো ব্যবহারের সম্ভাবনা ও সুযোগ বিশ্লেষণের লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তির আওতায় অপারেটর দুটি ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং নীতিমালা, টাওয়ার শেয়ারিং নীতিমালাসহ অন্যান্য প্রাসঙ্গিক আইন মেনে নিজ নিজ টেলিকম অবকাঠামো ও সুবিধা শেয়ারের সুযোগ এবং এর প্রযুক্তিগত সম্ভাব্যতা বিশ্লেষণ ও মূল্যায়ন করবে।

রবিবার (১৬ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস ও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন এ চুক্তি স্বাক্ষর করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলালিংকের হেড অব গভর্মেন্ট অ্যান্ড এলইএ রিলেশনস ওয়াহেদ উল হক খন্দকারসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।তথ্যসূত্র:বনিকবার্তা





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar