ad720-90

আপনার ফেইসবুক গ্রুপ কি বার বার ডিসেবল হয়ে যাচ্ছে? তাহলে এর সমাধান নিয়ে নিন এখনই।


আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? ইদানীং দেখছি কোনো গ্রুপের এডমিন বা মডারেটর এর পোস্ট রিপোর্টে বা ভায়োলেন্সে পড়লেই গ্রুপ ডিজেবল্ড হয়ে যায় এবং এই ডিজেবল্ড গ্রুপ হাজার আপিল ও রিভিউ করার পরেও ব্যাক আসছেনা।

যেহুতু আপিল করেও ব্যাক আসার চ্যান্স অনেক কম তাই সব গ্রুপ এডমিনদের জন্য কিছু টিপস শেয়ার করছি, যেগুলো ফলো করলে ইনশাআল্লাহ আর আপনার গ্রুপ কখনো ডিসেবল হবে না, ডিসেবল না হওয়ারই সম্ভাবনা বেশি।তো চলুন শুরু করা যাক…..

  • প্রথমেই নজরদারী বাড়ান, হেট স্পীচ ও ভায়োলেন্সে পড়তে পারে এমন পোস্ট বা কমেন্ট দেখার সাথে সাথেই ডিলেট দিবেন এবং ওই পোস্ট ও কমেন্টকারীর বিরুদ্ধে একশন নিবেন!
  • এডমিন বা মডারেটর নিয়োগ দেওয়ার আগে ভালো করে যাচাই করে দেখবেন, যে অফেনসিভ পোস্ট কমেন্ট করে কিনা।

এখন হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা গ্রুপ এডমিন ও মডারেটরগণ সর্বোচ্চ ফলো করার চেষ্টা করবেন :

  • এডমিন ও মডারেটর সবাই একটা করে ব্যাকাপ আইডি খুলবেন। এবং ওই আইডি আপনার গ্রুপে জয়েন করে ওই আইডিতে Pre Approve Post অন করে দিবেন।ওই ব্যাকআপ আইডি দিয়েই বিভিন্ন পোস্ট কমেন্ট করবেন।
  • মেইন আইডি ফেইসবুক এর অফিসিয়াল অ্যাপ্লিকেশন এ রাখবেন এবং ব্যাকাপ আইডি ব্রাউজার অথবা ফেসবুক লাইট এ রাখবেন।
  • এডমিন বা মডারেটর আইডি যত কম ইউজ করবেন তত সেফ বেশী, কারণ এতে ভায়োলেন্সে পড়ার চ্যান্স একদম কম। শুধু গ্রুপ পরিচালনায় এডমিন ও মডারেটর এর আইডি ইউস করবেন, আর কমেন্ট ও পোস্ট এর জন্যে ব্যাকআপ আইডি!
  • গ্রুপ একটা স্ট্রাইক খাওয়ার সাথে সাথেই ব্যাকাপ গ্রুপের প্রচার শুরু করে দিবেন ও সর্বোচ্চ চেষ্টা করবেন ব্যাকআপ গ্রুপকে প্রমোট করার। তারপরও কোনোদিন মেইন গ্রুপ ডিজেবলড হলেই ব্যাকাপ গ্রুপ কে মেইন গ্রুপে পরিণত করবেন।
  • গ্রুপ বড় হয়ে গেলে অবশ্যই গ্রুপ প্রাইভেসি প্রাইভেট করে দিবেন। এতে স্প্যাম ও ফেইক রিপোর্ট এর হার কমে যাবে।

আশা করি এসব রুলস ফলো করলে ইনশাআল্লাহ গ্রুপ আর ডিসেবল হবে না, সাথে প্লাস পয়েন্ট হিসেবে গ্রুপ মনিটাইজ করে রাখতে পারেন । যদি কেউ গ্রুপ মনিটাইজ কিভাবে করে সেটা না জানেন তাহলে পোস্টের নিচে কমেন্ট করতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব গ্রুপ মনিটাইজ নিয়ে আরো একটি পোস্ট করার, যদিও আশা করি সবাই গ্রুপ মনিটাইজ কিভাবে করতে হয় সে বিষয়টা জানেন। আজ এ পর্যন্তই, শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্যে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।

আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলগ্রুপে জয়েন করতে পারেন এবং টেলিগ্রাম গ্রুপে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি প্রতিনিয়তই টেলিগ্রামে অনলাইন আর্নিং টিপস, ট্রিকস, ক্রিপ্টো কারেন্সি মার্কেট  আপডেট ও ফ্রি সিগনাল প্রদান করি। ধন্যবাদ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar