ad720-90

সামনে অ্যান্টিট্রাস্ট মামলা: নতুন প্রধান আইনী পরামর্শক গুগলে


 

মঙ্গলবারের ঘোষণায় গুগল বলেছে জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট কেন্ট ওয়াকারের কাছ থেকে আইনী কাজের দায়িত্ব বুঝে নেবেন প্রাডো, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ২০১৮ সালে ওয়াকারকে গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি দেয় গুগল। এই পদে থেকেই গুগলের নীতিমালা, আইনী, নিরাপত্তা এবং বাণিজ্যিক মানবপ্রীতি দলসহ অন্যান্য বিষয়ে বাড়তি দায়িত্ব পালন করছিলেন তিনি।

সিএনবিসি’র প্রতিবেদন বলছে, এ বছর গুগলের বিরুদ্ধে সম্ভাব্য অ্যান্টিট্রাস্ট মামলাগুলোর কারণে নতুন প্রধান আইনী পরামর্শক নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। অনলাইন বিজ্ঞাপন এবং সার্চে আধিপত্যের বিষয় নিয়ে মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকেও একটি মামলার মুখে পড়তে পারে গুগল।

গুগল বলছে, আইনী দায়িত্ব এবং দলের দেখাশোনা করবেন প্রাডো এবং সরাসরি ওয়াকারের তত্ত্বাবধানে থাকবেন।

বিবৃতিতে ওয়াকার বলেন, “হালিমা একজন বিশ্বাসযোগ্য আইনী পরামর্শক এবং ভিন্নধর্মী নেতা, গুগলে ১৪ বছরের ক্যারিয়ারে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। প্রতিষ্ঠানটির আইন বিভাগের নেতৃত্ব দিতে তিনি অত্যন্ত যোগ্য একজন এবং নতুন অধ্যায়ে তার সঙ্গে কাজ করতে থাকবো।”

নতুন পদে নিয়োগের আগে গুগলের পণ্যগুলোর জন্য আইনী পরামর্শদাতা বৈশ্বিক দলের কাজ তদারকি করতেন প্রাডো। এর মধ্যে বিজ্ঞাপন, সার্চ এবং ইউটিউবও রয়েছে। ২০০৬ সাল থেকে গুগলে রয়েছেন তিনি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar