ad720-90

বিশ্বের শীর্ষ ৫ স্মার্টফোন কোম্পানি


ডিএমপি নিউজ: বাজার গবেষণার আন্তর্জাতিক প্রতিষ্ঠান গার্টনারের সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বব্যাপী বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রি ব্যাপক হারে কমে গিয়েছিল। গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এ বছর স্মার্টফোনের বাজার ২০ শতাংশ কমেছে। গার্টনার জানিয়েছে, স্মার্টফোন বাজারে করোনাভাইরাসের নেতিবাচক প্রভাবের কারণে স্মার্টফোন বাজারে আসার সংখ্যা সাড়ে ২৯ কোটিতে নেমে এসেছে। গার্টনারের হিসাবে বিশ্বের শীর্ষ পাঁচটি স্মার্টফোন কোম্পানির তালিকা তুলে ধরা হলো:

স্যামসাং : চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বাজারের ১৮ দশমিক ৬ শতাংশ দখল করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। বাজারে ৫ কোটি ৪৭ লাখ ইউনিট স্মার্টফোন ছেড়েছে প্রতিষ্ঠানটি। গত প্রান্তিকে তাদের প্রবৃদ্ধি কমেছে ২৭ দশমিক ১ শতাংশ। তবু স্মার্টফোন বাজারের শীর্ষ স্থানটি দখলে রেখেছে স্যামসাং।

হুয়াওয়ে: স্মার্টফোনের বাজারে তরতর করে উঠে যাচ্ছিল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। তবে বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের মধ্যে পড়ে বিপদে রয়েছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোন বাজারে বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে প্রতিষ্ঠানটির। গত প্রান্তিকে বাজারে ৫ কোটি ৪১ লাখ ইউনিট স্মার্টফোন এনেছে হুয়াওয়ে। বাজারের ১৮ দশমিক ৪ শতাংশ এখন তাদের দখলে। হুয়াওয়ের প্রবৃদ্ধি কমেছে ৬ দশমিক ৮ শতাংশ। গার্টনারের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক অংশুল গুপ্ত বলেন, চীনের বাজারে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি ভালো হওয়ায় বাজে পরিস্থিতি এড়াতে পেরেছে প্রতিষ্ঠানটি। বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের বাজারের ৪২ দশমিক ৬ শতাংশ দখল করেছে হুয়াওয়ে। চীনের বাজারে ৫–জি সেবার সুবিধার প্রচারের কারণে তাদের স্মার্টফোন বিক্রি বেড়েছে।

অ্যাপল: স্মার্টফোনের বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। বছরের দ্বিতীয় প্রান্তিকে ৩ কোটি ৮০ লাখ ইউনিট আইফোন বাজারে এনেছে অ্যাপল। স্মার্টফোন বাজারে তাদের দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি কমেছে। গার্টনারের গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট আনেত্তি জিমারম্যান বলেন, ‘বছরের দ্বিতীয় প্রান্তিকে আইফোন বিক্রি অন্য ব্র্যান্ডের তুলনায় ভালো হয়েছে। অন্য প্রান্তিকের তুলনায় গত প্রান্তিকে আইফোন বিক্রি বেশি হয়েছে। তবে সর্বমোট হিসাবে নেতিবাচক প্রবৃদ্ধির ধারাতেই ছিল অ্যাপল। চীনের বাজারেও অ্যাপলের স্মার্টফোন বিক্রি বেড়েছে। আইফোন এসই মডেলটি অনেকেই কিনেছেন।

শাওমি: স্মার্টফোনের বাজারে চমক দিয়েছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। বছরের দ্বিতীয় প্রান্তিকে ২ কোটি ৬০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করে স্মার্টফোন বাজারের চতুর্থ স্থানটি দখল করেছে শাওমি। বর্তমানে স্মার্টফোন বাজারের ৮ দশমিক ৯ শতাংশ শাওমির দখলে। তবে গত বছরের দ্বিতীয় প্রান্তিকের সঙ্গে তুলনা করলে শাওমির প্রবৃদ্ধি ২১ দশমিক ৫ শতাংশ কমেছে।

অপো: গার্টনারের হিসাবে স্মার্টফোন বাজারের পঞ্চম স্থানটি এখন অপোর দখলে। বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের প্রবৃদ্ধি কমেছে ১৫ দশমিক ৯ শতাংশ। এ সময় অপো ২৩ লাখ ইউনিট স্মার্টফোন বাজারে এনেছে। বর্তমানে স্মার্টফোনের বাজারে ৮ শতাংশ অপোর দখলে।সূত্র: প্রথম আলো





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar