গ্যালাক্সি এস১০-এ এলো অ্যান্ড্রয়েড ১০ বেটা
বেটা সংস্করণটি উন্মোচনের সময় স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়, অ্যান্ড্রয়েডের এই সংস্করণে ক্ষুদ্র নোটিফিকেশনকে নতুন করে সাজানোর পাশাপাশি ডার্ক মোডসহ ফোকাস মোডের মতো অন্যান্য অ্যান্ড্রয়েড ফিচারের মান আরও উন্নত করা হয়েছে– খবর প্রযুক্তি সাইট ভার্জের। প্রাথমিকভাবে কোন দেশগুলোতে এই সংস্করণটি উন্মুক্ত করা হবে তা স্যামসাংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা না থাকলেও স্যামমোবাইলের পক্ষ থেকে… read more »