ad720-90

আইফোন নাকি অ্যান্ড্রয়েড: পছন্দ জানাবে আপনার ব্যক্তিত্ব


বেটার বাই ইন্সিওরেন্সের  চালানো এক জরিপে উঠে এসেছে ডিভাইসের পছন্দ  অনুযায়ী গ্রাহকের ব্যক্তিত্ব– খবর ব্রিটিশ ট্যাবয়েড মিররের।

বেটার বাইয়ের গ্যারি বিসটন বলেন, “যদিও আপনার ফোন কখনোই আপনাকে ব্যাখ্যা করতে পারে না, তারপরও এটা অস্বীকার করা যাবে না যে মানুষ এবং তার স্মার্টফোন বাছাইয়ের সঙ্গে  কিছু দারুণ ও মজাদার সম্পর্ক রয়েছে।”

“যেটা একদম পরিষ্কার তা হলো, আইফোন নাকি অ্যান্ড্রয়েড এই বিতর্ক কখনোই শেষ হবে না।”

জরিপের ফলাফলে দেখা গেছে, আইফোন ব্যবহারকারীরা বেশি পরিবার-কেন্দ্রিক হয়। অ্যান্ড্রয়েড গ্রাহকের চেয়ে ১৮ শতাংশ বেশি আইফোন গ্রাহক বলেছেন তারা  “সবকিছুর চেয়ে পরিবারকে বেশি প্রাধান্য দেয়।”

অন্যদিকে ১১ শতাংশ বেশি অ্যান্ড্রয়েড গ্রাহক মনে করেন তাদের সামাজিক দক্ষতা অনেক কম এবং ছয় শতাংশ সমাজে মানিয়ে চলা নিয়ে চিন্তিত।

ফোনের পছন্দ গ্রাহকের কেনাকাটার অভ্যাসের সঙ্গেও সম্পৃক্ত বলে প্রতিবেদনে জানানো হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar