ad720-90

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

আমি গাই কী, আর আমার সারিন্দা বাজায় কী

টিভিতে সরাসরি আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছিলেন উপস্থাপক। স্টুডিওতে দাঁড়িয়ে কোনো স্থানের তুষারপাতের বর্ণনা দিচ্ছিলেন। পেছনের পর্দাতেও তুষারপাতের ছবি। অথচ গায়েবি আওয়াজ বলে উঠল, ‘কোনো তুষারপাত হয়নি।’ খানিকটা বোকা বনে যান তিনি। সঙ্গে সঙ্গে কাটিয়েও ওঠেন। কারসাজিটা আসলে অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরির। গত বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির আবহাওয়ার পূর্বাভাস সম্প্রচারের সময় এ ঘটনা… বিস্তারিত সর্বপ্রথম প্রকাশিত

সবকিছুতে কম্পিউটার: আমরা আসলে কতটা ঝুঁকিতে

কম্পিউটার ও ইন্টারনেট—এই দুই বস্তুতে ছেয়ে গেছে পৃথিবী। বিশ্বায়নের ধারণাকে আক্ষরিক অর্থে বাস্তবে রূপ দিয়েছে ইন্টারনেট। আর কম্পিউটার শুরুতে শুধু জটিল হিসাব-নিকাশের কাজ করলেও এখন মানুষের ঘরের ফ্যান চালানো থেকে শুরু করে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করছে অবলীলায়। কিন্তু এই সর্বগ্রাসী কম্পিউটার ও ইন্টারনেটের ভার্চ্যুয়াল দুনিয়ায় মানুষ কতটা নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন, কম্পিউটারের দুনিয়ায় নতুন বিপ্লব… বিস্তারিত… read more »

আমরা ক্ষুদ্র: নাসাকে মাস্ক

শনিবার এক টুইট বার্তায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, “আপনি কী জানেন বৃহস্পতির আইকনিক গ্রেট রেড স্পটে দুইটি পৃথিবী আটানো যেতে পারে? এই ছবিতে আমরা অনেকগুলো রঙিন ফিচারের মধ্যে একটি শক্তিশালী ঝড় দেখতে পাচ্ছি। ছবিটি তোলা হয়েছে @নাসাজুনো মহাকাশযান দিয়ে এবং প্রসেস করেছেন #সিটিজেনসায়েন্টিস্ট কেভিন এম. গিল।” নাসা’র এই টুইটের জবাবেই মাস্ক… read more »

আজকের রেসিপিঃ পাকা আমের পুডিং

ডিএমপি নিউজঃ ফলের রাজা আম। আম মানুষের অত্যেন্ত পছন্দের একটি ফল। মজাদার এই ফল দিয়ে বিভিন্ন মুখরোচক জিনিস তৈরি করা যায়। আবার আম দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারেন মজাদার পুডিং। দেখে নিন কিভাবে পাকা আম দিয়ে পুডিং তৈরি করবেন- প্রয়োজনীয় উপকরণঃ ৩টি ডিমের কুসুম ৩ চামচ চিনি ১ কাপ পাকা আমের রস  ১/২ লিটার… read more »

আমরা তো ধন্যবাদ পেতে পারি: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘পৃথিবীর সব দেশ উপলব্ধি করছে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা তো অনেকের আগেই করেছি। এ জন্য আমরা তো ধন্যবাদ পেতে পারি। আমরা এটুকু উপলব্ধি করতে সক্ষম হয়েছি, ডিজিটাল দুনিয়া বড় হবে, এই দুনিয়ায় দিন দিন নিরাপত্তার বিষয়টিই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে এবং রাষ্ট্রের দায়িত্ব হবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা… read more »

[Must see]এবার নিজেই বানিয়ে নিন openvpn config আর airtel facebook mb free net চালান দুরদান্ত speed এ। পাশাপাশি আমার suggestion তো থাকছেই।

Hello friends,আর নয় airtel facebook pack free net এর slow speed. এবার নিজেই বানিয়ে নিন “Open vpn” এর config আর কিছু personal suggestion. 1.Personal suggestion: আমি আপনাদেরকে suggest করব আপনারা দুইটা server এর config বানান। একটা server 5 day United kingdom এর আর একটা 7 day Netherland এর। কারন আমি যতদূর দেখেছি রাতে চালানর জন্য… read more »

আমার দেখা সবচেয়ে ভালো একটি স্কিন রেকর্ডার এ্যাপ, সাইজ মাত্র ৫ মেগাবাইট। 

আসসালামু আলাইকুম। ইউটিউবার ভাইদের জন্য নিয়ে এলাম বেস্ট একটা স্কিন রেকর্ডার এ্যাপ, আশা করি সবাই উপকৃত হবেন। প্রথমেই বলে নেই এ্যাপটির নাম এডিভি স্কিনরেকর্ডার। এ জেট, মুবিজেন, ডিউ এসবের থেকে বেস্ট এ্যাপ এটা। কেন এটা আপনার কাছে বেস্ট মনে হয়?? ভাই এই এ্যাপটির কয়েকটি ফিচার আমার ভালো লেগেছে। (১) আপনি এই এ্যাপটি দিয়ে রেকর্ড করলে… read more »

ঐতিহাসিক ব্যাংক ডাকাতি নিয়ে স্প্যানিশ টিভি সিরিজ Money Heist (La Casa de Papel) Season 1+2(All Episode) ডাউনলোড করুন। Netflix English Dubbed with Bangla subtitle. সাথে আমার বাংলা রিভিউ।

🌏 La Casa De Papel / Money Heist -Spanish TV Series IMDB- 8.6/10Personal Rating- 7.9/10 [Alert- 🔞সিরিজটিতে কিছু জায়গায় 18+ সিন আছে নিজ দায়িত্বে দেখুন।] ইতিহাসের সবচেয়ে আলোচিত এক ব্যাংক ডাকাতি। যার মাস্টারমাইন্ড একজন জিনিয়াস প্রফেসর। প্রফেসর কিছু ছাত্র জোগাড় করেন যাদের প্রত্যেকেই আলাদা কাজে দক্ষ এবং যাদের নেই কোনো পিছুটান।টানা ৫ মাস ট্রেনিং দেন… read more »

আমার ঘর থাক নিরাপদ

বাড়ির নিরাপত্তায় বেশি আয়োজন দরকার। অথচ এই বিষয়ে আমাদের মনোযোগ বেশ কম। তবে সাধারণ কিছু নিয়ম মেনে এবং আনুষঙ্গিক কিছু নিরাপত্তা সরঞ্জাম যুক্ত করে বাড়িঘরের নিরাপত্তা বাড়িয়ে নেওয়া এখন কঠিন কিছু নয়। খরচও যে খুব বেশি, তা-ও কিন্তু নয়। নিরাপত্তাসামগ্রী কেনার আগে প্রয়োজন বুঝে নিতে হবে। সে অনুযায়ী পণ্য নির্বাচন করে যুক্ত করতে হবে। ইনডোর-আউটডোর… read more »

Sidebar