রাজনৈতিক বিজ্ঞাপনের সত্যতা যাচাই করবে স্ন্যাপচ্যাটও
সোমবার সিদ্ধান্তটি জানান স্ন্যাপচ্যাট প্রধান নির্বাহী ইভান স্পিগেল। তিনি বলেন, তরুণদের রাজনীতিতে আগ্রহী করে তোলার লক্ষ্যে এ ধরনের বিজ্ঞাপনের জন্য ‘স্থান তৈরির’ চেষ্টা করেছে স্ন্যাপচ্যাট– খবর বিবিসি’র। “প্রতিষ্ঠানের “একটি নিবেদিত দল প্রতিটি প্রচারণা বিজ্ঞাপন পরীক্ষা করে দেখবে।”- বলেন স্পিগেল। আর দশটা প্ল্যাটফর্মের মতো স্ন্যাপচ্যাটেও প্রচুর রাজনৈতিক বিজ্ঞাপন আসে। ২০১৯ সালের তথ্য অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী… read more »