গাড়ির যন্ত্রাংশে আফগান কিশোরীরা বানালো ভেন্টিলেটর
এবারে মে মাসের শেষ নাগাদ ভেন্টিলেটর সরবরাহের জন্য সময়ের সঙ্গে লড়ে যাচ্ছে দলটি। বাজার মূল্যের স্রেফ আংশিক দামেই এই ভেন্টিলেটর আনা সম্ভব হবে — খবর বিবিসি’র। কয়েক বছরের যুদ্ধের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আফগানিস্তান। তিন কোটি ৮৯ লাখ বাসিন্দার দেশটিতে ভেন্টিলেটর রয়েছে মাত্র চারশ’টি। ইতোমধ্যেই আফগানিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬৫০ জন এবং মারা গেছেন… read more »