ad720-90

লাতিন আমেরিকায় এআই ব্যবহার করবে চীনা দিদি 


লাতিন আমেরিকার বাজারে চালকরা মাস্ক পড়ছেন কি না এবং তাদের গাড়িতে ঠিকমতো জীবাণুনাশক ছিটানো হচ্ছে কি না তা নজরে রাখতে এআই প্রযুক্তি ব্যবহার করবে দিদি ছুশিং। বুধবার খবরটি সম্পর্কে জানিয়েছে প্রতিষ্ঠানটি। — খবর রয়টার্সের।

লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানের আটটি দেশের বাজারে সেবা দিয়ে থাকে দিদি ছুশিং। জানুয়ারিতে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর চীনের বাজারেও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করেছিল প্রতিষ্ঠানটি। মে মাসের ২২ তারিখ থেকে দিদি’র লাতিন আমেরিকার রাইড হেইলিং চালকদের সেলফি তুলে মাস্ক পড়ার প্রমাণ দিয়ে ‘এআই ভেরিফেকশন’ পার হতে হবে।

পরে জুন মাস থেকে চালকদেরকে প্রতিদিন নিজেদের শরীরের তাপমাত্রার তথ্য ও গাড়িতে জীবাণুনাশক ছিটানোর ছবি অ্যাপে আপলোড করতে হবে। কোনো চালক এটি করতে ব্যর্থ হলে, তাকে রাইড হেইলিং সেবার অনুমতি দেওয়া হবে না। সেবা পেতে যাত্রীদেরও মাস্ক পরে গাড়িতে উঠতে হবে। – বিবৃতিতে বলেছে দিদি।

স্বাস্থ্যবিধিগত কারণে অনিরাপদ মনে হলে চালক বা যাত্রী দুই পক্ষই ‘ট্রিপ’ বাতিল করতে পারবেন।

সামনে বিশ্বের অন্যান্য দেশের বাজারের জন্যও এ ধরনের প্রযুক্তি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে দিদি ছুশিংয়ের।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar