ad720-90

ইনটেল সিইও: সঙ্কট স্বাভাবিক হতে কয়েক বছর লাগবে

তাইপেইয়ের কম্পিউটেক্স ট্রেড শোয়ের একটি ভার্চুয়াল সেশনে ইনটেল সিইও প্যাট গেলসিঙ্গার বলেন, কোভিড-১৯ মহামারীর ফলে বাসা-থেকে-কাজ এবং পড়ালেখার প্রবণতার ফলে “সেমিকন্ডাক্টরে চাহিদা বৃদ্ধির হার বিস্ফোরক আকারে” চলে গেছে যা বিশ্বব্যাপী সরবরাহ চেইনে বিশাল চাপ ফেলেছে। “কিন্তু শিল্প এই সমস্যার সমাধানে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নিলেও গোটা বাস্তুতন্ত্রে পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক বছর লেগে গেতে পারে।”… read more »

কয়েক সপ্তাহেই সর্বোচ্চ মূল্যের অর্ধেকে বিটকয়েন

রোববার বেলাশেষে বিটকয়েনের মূল্য শতকরা ১৩ ভাগ পড়ে যায়। গ্রিনউইচ মান সময় সন্ধ্যা ৬ টায় বিটকয়েনের মূল্য ৩২ হাজার ৬০১ ডলারে নেমে আসে। এক দিনেই বিটকয়েনের মূল্য পড়ে যায় প্রায় ৪৯০০ ডলার। এর ফলে বিটকয়েনের দাম এ বছর ১৪ এপ্রিলে রেকর্ড মূল্য ৬৪ হাজার ৮৯৫.২২ ডলারের অর্ধেকে এসে দাঁড়ায় বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। ইথেরিয়াম ব্লকচেইন… read more »

‘আরও কয়েক বছর চলবে চিপ সঙ্কট’

একদিকে বৈদ্যুতিক ডিভাইসের চাহিদা বেড়েছে, অন্যদিকে চীনা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে তৈরি হয়েছে মারাত্মক চিপ সঙ্কট। বিপাকে শুধু কম্পিউটার নির্মাতারাই নন, গাড়ি এবং স্মার্টফোন নির্মাতারাও পড়েছেন। “সঙ্কট হয়তো আরও কয়েক বছর চলতে পারে।” – এক সাক্ষাৎকারে বলেছেন মাইকেল ডেল। তিনি আরও বলেন, “যদি গোটা বিশ্ব জুড়েও চিপ কারখানা বানানো হয় তারপরও সময়… read more »

কয়েক বছরেই অ্যাপে বার্ষিক খরচ হবে ২৭ হাজার কোটি ডলার

হিসেবে ২০২০ সালে কোভিড-১৯ পরিস্থিতিতে অ্যাপে খরচ করার হার যা বেড়েছে, সেটির চেয়ে প্রায় আড়াই শতাংশ বাড়বে। সম্প্রতি এ সম্পর্কিত ডেটা প্রকাশ করেছে অ্যাপ বিশ্লেষক সংস্থা সেন্সর টাওয়ার। কোভিড-১৯ বিশ্বে মোবাইল অ্যাপে খরচ বছরান্তের হিসেবে ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার একশ’ কোটি ডলারে। সেন্সর টাওয়ারের ডেটা বলছে, প্রতি বছর খরচ বৃদ্ধির হার আগামী পাঁচ… read more »

ড্রোন প্রকল্প থেকে কয়েক ডজন কর্মী ছাঁটাই করল অ্যামাজন

খবরটি প্রথমে জানিয়েছে ফিনানশিয়াল টাইমস। খবরে এসেছে, নিজেদের বহুল প্রতিক্ষীত ড্রোনের উপাদান তৈরির লক্ষ্যে বাইরের দুই উৎপাদকের সঙ্গেও চুক্তি করতে চাইছে বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা থেকে মহাকাশ ও অন্যান্য গবেষণায় হাত বাড়ানো প্রতিষ্ঠানটি। পরীক্ষামূলকভাবে নিজস্ব ড্রোন বহর দিয়ে বাণিজ্যিক সরবরাহ সেবা শুরু করার জন্য প্রয়োজনীয় ফেডারেল অনুমোদন অগাস্টের শেষেই সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। মূলত ৩০… read more »

খুব সহজেই ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিন মাত্র কয়েক মিনটেই !!

সবাইকে শুভেচ্ছা ! চলুন দেখে নিই কিভাবে ঘরে বসেই নিজের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন Cellfin অ্যাপস দিয়ে । যা যা লাগবে :*নমীনির ছবি*নমীনির ভোটার আইডি কার্ড (ছবি দুটি তুলে রাখবেন আগে থেকে) [নমীনি হলো আপনার নির্বাচিত ব্যাক্তি যে আপনার অবর্তমানে আপনার একাউন্ট এর মালিকানা দাবি করতে পারবে] প্রথমে Cellfin অ্যাপস টি ওপেন করুন । যারা… read more »

যুক্তরাষ্ট্রে কয়েক লাখ ভিডিও সরালো টিকটক

বৃহস্পতিবার চীনের বাইটড্যান্স মালিকানাধীন ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি আরও বলেছে, বিদ্বেষমূলক কনটেন্ট পোস্ট করায় ১৩০০ এর বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, এবারে জাতিভিত্তিক হয়রানি, শূন্য সহনশীলতা নীতিমালা অমান্য করা সংঘবদ্ধ বিদ্বেষমূলক গ্রুপ এবং হত্যাকাণ্ড এবং দাসত্বের মতো কনটেন্টের দিকে নজর দিয়েছে বলে ব্লগ পোস্টে জানিয়েছে টিকটক। কনটেন্ট পর্যালোচনা চর্চা নিয়ে… read more »

মাত্র কয়েক ঘন্টায় হয়ে যান টাইপিং মাস্টার! কীবোর্ডে উড়ে চলবে আপনার আঙ্গুল!

আপনি কি এখনো কীবোর্ড দেখে টাইপ করেন? ধীর গতির কাজের জন্য সব সময় পিছনে পড়ে থাকেন? আপনার কচ্ছপগতি টাইপ স্পিডের জন্য চ্যাটের অপর প্রান্তের ব্যক্তি পালিয়ে যায়? আপনার এই সব সমস্যার সমাধান হবে এই টিউনে। কম্পিউটার চালাতে হলে ভাল টাইপ স্পিডের অনেক সময়ই দরকার হয়। ডকুমেন্ট, ব্লগ, চ্যাট সর্বপোরি টাইপ স্পিডের দরকার সব সময়ই। তাহলে… read more »

কয়েক মিনিটেই একাউন্ট ফ্রি একটিভ করে কথা বলুন নিজের নাম্বার গোপন রেখে AmberIT IP Calling

পোস্ট টি তাদের জন্য। অন্য কোনো আশা নিয়ে পোস্ট টি দেখতে আসলে ভাই পোস্ট টি আপনার জন্য নয়। ক্ষমা করবেন। কিছুদিন আগে একটা অ্যাপ বেশ ছড়াছড়ি হলো। AmberIT . এই অ্যাপ এ এখন সমস্যা হচ্ছে। সঠিক nid দেওয়ার পরেও একাউন্ট একটিভ হচ্ছে না। এর বিস্তারিত সমাধান দিলাম এই পোস্টে। তাছাড়া ফ্রি তে তাদের হেল্পলাইন নাম্বারে… read more »

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

Sidebar