ad720-90

কয়েক মিনিটেই একাউন্ট ফ্রি একটিভ করে কথা বলুন নিজের নাম্বার গোপন রেখে AmberIT IP Calling


পোস্ট টি তাদের জন্য। অন্য কোনো আশা নিয়ে পোস্ট টি দেখতে আসলে ভাই পোস্ট টি আপনার জন্য নয়। ক্ষমা করবেন।


কিছুদিন আগে একটা অ্যাপ বেশ ছড়াছড়ি হলো। AmberIT .

এই অ্যাপ এ এখন সমস্যা হচ্ছে। সঠিক nid দেওয়ার পরেও একাউন্ট একটিভ হচ্ছে না। এর বিস্তারিত সমাধান দিলাম এই পোস্টে। তাছাড়া ফ্রি তে তাদের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে কিভাবে সমাধান নিবেন তাও জানিয়ে দিলাম।

তবে তার আগে এই অ্যাপ টি সম্পর্কে সংক্ষেপে একটু লিখি, যারা অ্যাপ টি সম্পর্কে জানেন না এখনো, তারা জেনে নিবেন।

 

এই অ্যাপ দিয়ে নিজের নাম্বার গোপোন রেখে দেশের যে কোনো নাম্বারে কল দিয়ে কথা বলা যাবে মাত্র 0.45 পয়সা প্রতি মিনিট।

সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে একাউন্ট করলেই ১০ টাকা বোনাস। আর কারো রেফারেল লিংকে ক্লিক করে সেখান থেকে অ্যাপ টি ইন্সটল করে একাউন্ট করলে ২০ টাকা বোনাস। এবং প্রতি রেফারে ১০ টাকা বোনাস। তাছাড়া ব্যাল্যান্স ট্রান্সফার অপশন তো থাকছেই।

 

এবার চলুন বলি কিভাবে একাউন্ট একটিভ করবেন।

 

প্রথমেই তাদের ফেসবুক পেইজে যাবেন।

তারপর Message অপশন সিলেক্ট করে তাদের কে মেসেজ করে জানাবেন আপনার সমস্যা টা।

 

 

 

নিচের ছবি দেখুন।

নিচের ছবি দেখুন।

 

 

আশাকরি আপনার একাউন্ট টি একটিভ হয়ে যাবে।

আরেকটা কাজ করতে পারেন।

এই মেইলে [email protected] আপনার সমস্যা টি লিখে মেইল করুন। তবে সাথে সমস্যার একটা স্ক্রিনশট ও দিয়ে দিবেন।

আর অবশ্যই আপনার নাম্বার টি দিতে ভুলবেন না।

নিচের ছবি টি দেখুন।

 

 

 

 

এইবার বলছি কিভাবে তাদের হেল্পলাইনে সরাসরি কথা বলবেন একেবারে ফ্রি।

প্রথমে তাদের পেইজে থেকে তাদের নাম্বার টি (+8809611123123) সংগ্রহ করুন।

 

তারপর ব্রিলিয়ান্ট অ্যাপ দিয়ে কল দিন। টাকা কাটবে না।

নিচের স্ক্রিনশট প্রমান  হিসেবে দিলাম।

 

 

 

আর কি?

বিস্তারিত লিখেই দিলাম।

আর পোস্টের পথমে সালাম দেওয়া হয়নি। আসলে ইচ্ছা করেই দেইনাই। কারন কেউ সালামের উত্তর টা কম্মেন্ট করতে দেখলাম না।

তাও দেই——

আসসালামু আলাইকুম।।

 

 





ভিডিওতে সর্বোচ্চ ফ্রন্টে সর্বোচ্চ কম্মেন্ট কারী কে ৫০০ এসএমএস(GP) Gift করা হবে।

ধন্যবাদ সবাইকে, পোস্ট টিতে মনযোগী হওয়ার জন্য।

ফেসবুকে আমি আছি কিন্তু। প্রয়োজন হলে জানাবেন





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar