ad720-90

ভুল পথে গেলে জানাবে গুগল ‘অফ-রুট’


আপনি ঢাকায় নতুন এসেছেন। যে গন্তব্যে যাবেন তা হয়তো খুঁজে পাচ্ছেন না।বা আপনি রাইড শেয়ারিং করেন কিংবা প্রয়োজনে রাইড শেয়ারিংয়ের গাড়িতে চেপে বসেছেন আর চালক রাস্তা সংক্ষিপ্তর কথা বলে আপনাকে ভুলপথে নিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে আপনি গুগল মানচিত্রের নতুন একটি বৈশিষ্ট্য ‘অফ-রুট’এর সাহায্য নিতে পারেন। যা আপনার জীবন বাঁচাতে পারে।

গুগল মানচিত্রের এই ‘অফ-রুট’ বৈশিষ্ট্যটি যখন আপনি বা আপনার ড্রাইভার ৫০০ মিটার বা তারও বেশি সময় চালিয়ে চলে যায় তখন আপনাকে সতর্ক করে দিয়ে কাজ করে।

এজন্য আপনাকে যা করতে হবে তা হলো গুগল ম্যাপে যেয়ে আপনার অবস্থান এবং গন্তব্যস্থলে প্রবেশ করা, তারপর নীচে “নিরাপদ থাকুন(Stay Safer)” আলতো চাপুন এবং তারপরে অফ-রুট সতর্কবার্তা(Get off-route alerts) বেছে নিন।

ব্যস হয়ে গেল, আর সঠিক পথে গন্তব্যে পৌঁছান।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar