ad720-90

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

দেখা মিললো দ্বিতীয় গ্যালাক্সি ফোল্ডের

নতুন এই গ্যালাক্সি ফোল্ড ২-এর ছবি অনলাইনের শেয়ার করেছেন আইস ইউনিভার্স। বিভিন্ন ডিভাইসের সঠিক তথ্য ও ছবি ফাঁস করায় খ্যাতি রয়েছে তার। ছবি থেকে ধারণা করা হচ্ছে, নতুন এই ডিভাইসটি দেখতে হবে প্রথাগত ফ্লিপ ফোনের মতো। আগের গ্যালাক্সি ফোল্ড ডিভাইসটি ভাঁজ হয় বইয়ের মতো। এবারে নতুন ডিভাইসটির পর্দা ভাঁজ হবে উল্লম্বভাবে, যেমনটা দেখা গেছে মোটোরলার… read more »

২০১৯-২০ সালের সেরা যত স্মার্টফোন – এক নজরে দেখে নিন ।

এই সময়ে যত স্মার্টফোনআছে সেই সব স্মার্টফোনইকোন না কোন ভাবেবাকি সব ফোন কেবারবার মাত দিতে চায়। কখনো স্মার্টফোনেরক্যামেরা আবার বাফোনের প্রসেসার সব দিকদিয়ে ফোন গুলি সব সময়ে যেন একে অপরের থেকে এগিয়ে থাকতে চায় বা একে অপরের সঙ্গে এইপ্রতিযোগিতা মুলকআচরণের জন্য ফোন গুলিপ্রতিটি লঞ্চের সঙ্গেসঙ্গে আগের থেকে আরও ভাল হয়ে উঠছে। আর আজকে এখানে আমরা… read more »

ডিসেম্বরের শেষে দেখা যাবে ‘অগ্নিগোলক’

আসছে  ডিসেম্বরর ২৬ তারিখ সূর্যগ্রহণ হবে। এদিন সূর্য ঢেকে যাবে অন্ধকারে। এরপর ক্রমে সূর্যের চারপাশে ফুটে উঠবে আগুনের গোলক। এবারের সূর্যগ্রহণে সূর্যের চারপাশে যে ‘রিং অব ফায়ার’ বা অগ্নিগোলক দেখা যাবে তেমন অদ্ভুত দৃশ্য শেষবার মানুষ দেখেছিল ১৭২ বছর আগে। মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই ঘণ্টা ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে… read more »

লাইক সংখ্যা দেখা যাবেনা ইনস্টাগ্রামে

একটি পোস্ট করে অপেক্ষা থাকা হয় কতটি লাইক, কমেন্ট ও শেয়ার হয়েছে পোস্টে। কেউ কেউ আপলোডকৃত পোস্টে লাইক আশানুরুপ না হলে না কম হলে ডিপ্রেশনে ভোগেন। যার ফলে অনেকে অদ্ভুদ কাজ করে থাকে। কেউ কেউ আবার বেশি বেশি লাইক পাওয়ার জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হয় না। নিজের পোস্টে কতটা লাইক পড়েছে সবাই দেখুক… read more »

খতিয়ানের মাধ্যমে জমির প্রকৃত মালিক যাচাই করুন | জমির মালিক কে দেখে নিন,মিস করলেই পস্তাবেন. ১০০%

আসসালামু আলাইকুম.আশা করি সবাই ভালো আছেন,আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।আজকে আবারও নতুন একটা টিপস নিয়ে হাজির হলামআপনাদের মাঝে আমি আসিফ। ভুমি বিষয়ক তথ্য =============ম্যাপ কি ?উত্তরঃ কোন মৌজার ভূমির প্রতিচ্ছবি একটি নির্দিষ্ট স্কেলে অক্ষ বা দ্রাঘিমা রেখা নির্দেশ করে অংকন করা হলে তাকে মৌজা ম্যাপ বলে। মৌজা কি ?উত্তরঃ মৌজা জরিপ কাজে একটি ইউনিট।… read more »

এখন থেকে Pro/ Prime/Mod App গুলো কারো কাছে চাওয়া লাগবে না। দেখে নিন Top Pro/ Prime Mod App গুলোর ওয়েবসাইটগুলোর লিস্ট ।

আসসালামু আলাইকুম, কিছুদিন ধরে দেখতেছি এক একটি করে Mod/Pro App/Games নিয়ে অনেকে পোস্ট করতেছে। তাই ভাবলাম এই সব এ্যাপস গুলো কোথায় পাবেন তার ফুল রিসোর্স শেয়ার করতে। সুবিধাঃ ১ কমন এ্যাপ/গেমস গুলো এই ওয়েবসাইট গুলোতে পাবেন। (যেমন KineMaster, PicsArt, Mx Player, Youtube Venced, Pro VPN গুলো, Pro Video/Photo ইডিটর, বিভিন্ন অফলাইন গেমস With Unlimited Coin/Credit… read more »

শরীরে পানিশূন্যতা দেখা দিলে যা ঘটে

ডিএমপি নিউজঃ  শরীরে পানিশূন্যতা বা পানির স্বল্পতাকে ডাক্তারি পরিভাষায় বলে ডিহাইড্রেশন। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীর থেকে প্রতিদিন মূত্র, ঘাম, বাম্পীভবন, মলত্যাগ ইত্যাদির মাধ্যমে পানি বের হয়ে যায়। এছাড়াও গরমের দিন অতিরিক্ত ঘাম এর ফলে অথবা ডায়রিয়া জনিত রোগ এর কারণেও শরীরে পানিস্বল্পতা দেখা দেয়। বেশিরভাগ লোকেরা দেহের পানিশূন্যতা তিন থেকে চার ভাগ পর্যন্ত সয্য… read more »

আইসিটিতে বাংলাদেশের অগ্রগতি দেখে আমি মুগ্ধ

তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) মহাসচিব ড. জেমস পয়জ্যান্ট। ২০০৬ সাল থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন। তবে ১৯৯৯ সাল থেকে তিনি এই সংগঠনের সঙ্গে যুক্ত। এর আগে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পয়জ্যান্ট ইন্টারন্যাশনাল এলএলসি গড়ে তুলেছিলেন। লোকপ্রশাসনে পিএইচডি ডিগ্রিধারী জেমস পয়জ্যান্ট ইলেকট্রনিক ডেটা সিস্টেম, ওয়াল্ট ডিজনিসহ… read more »

দেখে নিন কিভাবে জিমেইলে অটো signature যোগ করতে হয়।

জিমেইল সাধারণত পার্সোনাল মেইল হিসেবে ব্যবহার করা হয় কিন্তু বর্তমানে অনেকে এটি ব্যবসায়িক/প্রফেশনাল ও ব্যবহার করে থাকেন। আর এই ব্যবহারের ফলে প্রায়ই একটা বিষয় লক্ষ করা যায় যে, মেইল সেন্ড করার সময় বারবার signature এড করতে হয়। এটা একটা বিরক্তিকর বিষয়। আর এই বিরক্তিকর বিষয় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা সেটিং রয়েছে। যেটা অনেকেই জানতে… read more »

Sidebar