ad720-90

চীনের বাইরে সদরদপ্তরের খোঁজে টিকটক

চীনা ভাবমূর্তি থেকে বের হতেই প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। চীনা প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ হওয়ায় সম্প্রতি মার্কিন আইনপ্রণেতাদের গভীর সমালোচনার মুখে পড়েছে টিকটক এবং নির্মাতা প্রতিষ্ঠান বাইটড্যান্স। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অ্যাপটির সেন্সরশিপ এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিনা তা নিশ্চিত করতে তদন্তের… read more »

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

গাড়ির বাইরে ‘আটক’ টেসলা মালিকরা

আতঙ্কিত অনেক টেসলা মালিক এটি নিয়ে টুইটারে অভিযোগ করেছেন। কী হচ্ছে তা জানতে চেয়েছেন টেসলা এবং প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্কের কাছে– খবর বিজনেস ইনসাইডারের। অনেক টেসলা চালক অ্যাপটির স্ক্রিনশট টুইটারে পোস্ট করেছেন। এতে বলা হচ্ছে, “সাময়িক রক্ষণাবেক্ষণ। কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।” টেসলার প্রচারণায় অন্যতম আলোচিত ফিচার ছিলো অ্যাপ দিয়ে গাড়ি আনলক করার বিষয়টি। এর… read more »

ঘরের বাইরে এলইডি বাতি

অন্দরে এখন এলইডি বাতির ব্যবহার তো আছেই, সঙ্গে সঙ্গে ঘরের বাইরের বাতিরও কদর বাড়ছে। বাড়ির সামনের লন, বসতবাড়ির বাগান, রাস্তাঘাট বা সড়কে কিংবা কারখানায় ব্যবহৃত হচ্ছে আউটডোর এলইডি লাইট। এসব বাতির ব্যবহার দিন দিন বেড়েই চলছে। আউটডোর এলইডি বাতি তৈরি করে বা আমদানি করে এমন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে জানা গেল, বিদ্যুৎ সাশ্রয় করে এমন… read more »

মডেল ৩ উৎপাদন ফের  টেসলা’র নাগালের বাইরে

বিষয়টির সঙ্গে জড়িত এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে টেসলা’র উৎপাদন সংখ্যা জানিয়েছে ইলেকট্রেক। হিসাব অনুযায়ী সপ্তাহে ৩৭০০টি মডেল ৩ উৎপাদন করেছে মার্কিন প্রতিষ্ঠানটি, যেখানে তাদের লক্ষ্যমাত্রা ছিল সপ্তাহে ৫০০০। প্রান্তিকের শুরুতে উৎপাদনে কিছুটা ধীর গতি থাকবে এমনটা আগে থেকেই ধারণা করা হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে ইলেকট্রেক। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, প্রথম দুই সপ্তাহে… read more »

সৌরজগতের বাইরে প্রথম চাঁদ আবিষ্কার

এই প্রথম সৌরজগতের বাইরে একটি প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদ আবিষ্কারে সফল হয়েছেন মহাকাশবিজ্ঞানীরা। আকারে এটি প্রায় আমাদের নেপচুনের সমান বড়। এই ‘এক্সোমুন’ (সৌরজগতের বাইরের চাঁদ) পৃথিবী থেকে ৮ হাজার আলোকবর্ষ দূরে কেপলার-১৬২৫বি নামের একটি অতিকায় গ্যাস দানব গ্রহের চারদিকে ঘুরছে। উপগ্রহটির নাম দেয়া হয়েছে কেপলার-১৬২৫বি-আই। চাঁদটি তার গ্রহ থেকে প্রায় ৩০ লাখ কিলোমিটার দূরত্ব থেকে… read more »

ট্রাম্প প্রস্তাবিত শুল্কের বাইরে থাকবে অ্যাপল ওয়াচ

তবে ম্যাকমিনিসহ কিছু অ্যাপল পণ্য এতে আক্রান্ত হবে বলে উল্লেখ করা হয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনটিতে। সোমবার শুরুতে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়, অ্যাপল ওয়াচ আর এয়ারপড চীনে উৎপাদিত পণ্য নিয়ে নতুন প্রস্তাবিত শুল্কের আওতায় পড়বে না। দিনের শুরুতে অ্যাপলের শেয়ারমূল্য ২.৩ শতাংশ পর্যন্ত পড়ে যায়, কিন্তু তারপর তা আবার বাড়তে শুরু করে। এক সময় শেয়ারমূল্য আগের… read more »

[For_PC]-ছবির বাইরে দাগ করুন। সবচেয়ে সহজে।

আসা করি ভালো আছেন সবাই। আর ভালো না থেকেই বা কি উপায়? ট্রিকবিডি সাথে যারাই থাকে, তারাই ভালো থাকে। টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন এটা কি সম্পর্কে এই পোস্ট টা। আমি গুগলে Photo Stroke TrickBD লিখে সার্চ করে দেখেছি। এক ভাই Already ছবির পাশ দিয়ে সাদা দাগ টানা দেখিয়েছেন। তবে Android এর মাধ্যমে। আমি দেখাচ্ছি… read more »

Sidebar