করোনাভাইরাস ৫জি থেকে তৈরি, ভেঙ্গে ফেলুন টাওয়ার!
এইটুকু হলেও কথা ছিল। এই বিশ্বাস নিয়ে লোকজন যুক্তরাজ্যে অন্তত ৫০টি মোবাইল ফোনের টওয়ারে আগুন দেওয়ারও চেষ্টা করেছে। আর এইসব বিচিত্র ধারণা ছড়াচ্ছে টুইটারের মাধ্যমে। ফলে নীতিমালা পরিবর্তনে বাধ্য হয়েছে টুইটার। গুরুত্বপূর্ণ কাঠামো ধ্বংস বা বড় পরিসরে আতঙ্ক সৃষ্টির মতো ঘটনায় সরাসরি যুক্ত ‘যাচাইহীন দাবিগুলোকে’ মুছে ফেলার ঘোষণা দিয়েছে মাইক্রোব্লগিং সাইটটি। — খবর বিবিসি’র। টুইটার… read more »