হুয়াওয়ে’র ১৮ হাজার রাউটার আক্রান্ত: দাবি হ্যাকারের
হ্যাকারের ছদ্মনাম বলা হয়েছে ‘অ্যানার্কি’। পুরানো দুর্বলতা কাজে লাগিয়ে এই বটনেট বানানো হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইকোনোমিক টাইমস। ব্লিপিং কম্পিউটারের আরেক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে প্রথম এই বটনেট আবিষ্কার করেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নিউস্কাই সিকিউরিটি’র নিরাপত্তা গবেষকরা। পরবর্তীতে হুয়াওয়ে রাউটারের ঝুঁকির কথা নিশ্চিত করেছে র্যাপিড৭ এবং কিহু ৩৬০ নেটল্যাব-এর মতো নিরাপত্তা প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে… read more »