ad720-90

একদিনে শিখেনিন কিভাবে সম্পূর্ন ফ্রিতে একটি ব্লগসাইট তৈরি করবেন কোন প্রকার হোস্টিং খরচ ছাড়া | Techtunes


সবাই কেমন আছেন।আশা করি এই রমজান মাসে সবাই ভালো আছেন।বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাওয়াই ইদানিং অনলাইনে সময় তেমন দিতে পারি না।আজকে অনেক কষ্ট করে সময় এর করে লিখতে বসলাম।আজকের টিউটোরিয়াল টা সবচেয়ে তাদের বেশি ভালো হবে যারা এখনো কোন ওয়েবসাইট তৈরি করতে পারেন নাই।আজকে আপনার সবচেয়ে সহজে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় তা আমি শিখাবো এই টিউটোরিয়ালে।

আজকের টিউটোরিয়া টা যদি মন দিয়ে কাজে লাগান তাহলে আপনার অনেক উপকারে আসবে।কারন এই টিউটরিয়াল যদি ফলোও করেন তাহলে ওয়েবসাইট তৈরি করতে আপনার আর কোন টাকা লাগছে না সম্পূর্ন ফ্রিতে পারবেন ওয়েবসাইট তৈরি করতে। আচ্ছা আপনারা যেই ওয়েবসাইট করবেন তার ডেমো দেখবেন না।এই দেখেন ডেমো

আমি এক screenshot দুই ডিভাইসের ফোটো দিলাম।কারন এই ওয়েবসাইট টার মাধ্যমে আপনি মোবাইলে একরকম দেখবেন এবং কম্পিউটারে আরেক রকম দেখবেন, কেননা এটা responsible design ওয়েবসাইট।

কি কি সুবিধা পাবেন এই ওয়েবসাইট এর মাধ্যমে

  • উপরে আমি বলেছি যে কোন টাকার খরচ লাগবে না .কারন এর ডোমাইন এবং হোস্টিং প্যানেল একদম ফ্রি।কেননা google নিযে এই হোস্টিং প্রোভাইড করবে।
  • এটা একটা Responsible Design Website তাই সব ডিভাসের জন্য আলাদা আলাদা ডিজাইন হবে যেমন মোবাইল দিয়ে গেলে এক ধরনের ডিজাইন এবং কম্পিউটার দিয়ে ব্রাউজ করলে আরেক ধরনের ডিজাইন হবে।
  • এই ওয়েবসাইট তৈরি করতে কোন প্রকার কোডিং এক্সপার্ট হতে হবে না।আপনি নতুন হলেও  চলবে।
  • ওয়েবসাইট টা হবে সম্পূর্ণ প্রোপোশনালদের মত।
  • এর ডিজাইন টা অনেক সুন্দর তাই আপনার পছন্দ হবে।
  • সহজে এটা মেইনটেইন করতে পারবেন।
  • এটা একটা ব্লগার সাইট তাই এই সাইট ব্যবহার করে নিজের নামের টাইটেলে ব্লগার ব্যবহার করতে পারবেন।
  • আপনি ইংরেজি কন্টেন্ট ব্যবহার করে এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
  • ব্লগার সাইট সাধারনত google adsense responsible হয় তাই সহজে গুগল আডসেন্স ব্যবহার এর মাধ্যমে আয় করতে পারবেন।

কিভাবে এই ওয়েবসাইট তৈরি করবেন

সবাই যাতে সহজে বুঝে তাই এর উপর আমি একটি ভিডিও তৈরি করেছি।আপনি এই ভিডি দেখলে আর ওয়েবসাইট তৈরি করতে কোন সমস্যা হবে না।কারন এই ভিডিওটি আমি অনেক সময় নিয়ে এবং সহজ করে করেছি যাতে নতুন যারা তাদের বুঝতে কোন অসুবিধা না হয়।তো কথা না বলে ভিডিও টি দেখুন

এরকম আরও সুপার টিপস পেতে আমার এবং টেকটিউনস এর সাথেই থাকুন ভালো কিছু পেতে। মেতে উঠুন প্রযুক্তির সুরে।

আমার টিউন গুলো ভালো লাগলে অবশ্যই আমার টিউন বেশি বেশি জোসস করুন

আমার টিউন গুলো আপনার ‘টিউন স্ক্রিন’ নিয়মিত পেতে অবশ্যই আমাকে ফলো করুন। আমার টিউন গুলো সবার কাছে ছড়িতে দিতে অবশ্যই আমার টিউন গুলো বিভিন্ন সৌশল মিডিয়াতে বেশি বেশি শেয়ার করুন

আমার টিউন সম্পর্কে আপনার যে কোন মতামত, পরামর্শ ও আলোচনা করতে অবশ্যই আমার টিউনে টিউমেন্ট করুন

আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ‘টেকটিউনস ম্যাসেঞ্জারে’ আমাকে ম্যাসেজ করুন। আমার সকল টিউন পেতে ভিজিট করুন আমার ‘টিউনার পেইজ’



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar