ad720-90

ওয়েব ডিজাইনের প্রাথমিক ধারণা (পর্ব-০১) | Techtunes


  • ওয়েব ডিজাইনের ধারণা লাভ করার জন্য প্রথমে ওয়েব পেইজ, ওয়েব ব্রাউজার, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেইম, ওয়েব সাইট ইত্যাদি সম্পর্কে জানতে হবে।

ওয়েব পেইজঃ (Web Page)

আজ ওয়েব পেই নিয়ে আলোচনা করবো। সবার সমর্তন বা উৎসাহ পেলে পরবর্তী টিউন গুলো করবো, ইনশাল্লাহ।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (world wide web) কে সংক্ষেপে ওয়েব বলা হয়। ওয়েব পেইজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ও ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উপযুক্ত। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে Web page বলে, একটি ওয়েব সাইটের স্বতন্ত্র কোনো পেইজকে ওয়েব পেইজ বলা হয়।

সংক্ষেপে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রকাশিত গুরুত্ব পূর্ণ তথ্য প্রকাশ করা হয় যে প্রোগ্রামের মাধ্যমে তাকে ওয়েব পেইজ বলা হয়। ওয়েব পেইজ হচ্ছে মুলতঃ একটি ডকুমেন্ট অথবা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জন্য উপযোগী ওয়েব রিসোর্স। ওয়েব পেইজ সাধারণত এইচটিএমএল (HTML) দ্বারা তৈরি করা হয়। প্রকৃত অর্থে এইচটিএমএল (HTML) কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং এটি একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগ এর সমন্বয়। একটি কম্পিউটার বা মোবাইল ডিভাইসে ব্রাউজার উইন্ডোর মাধ্যমে ওয়েব পেইজ দেখা যায়।

ওয়েবের মাধ্যমে ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা ও অন্যান্য যেকোনে তথ্য টেক্সটের সাথে গ্রাফিক্স, শব্দ এমনকি ভিডিও চিত্র সংযুক্ত করে বিশ্বব্যপী ইন্টারনেটে দৃষ্টিনন্দন ভাবে উপস্থাপন করা যায়। অন্য কথায় World Wide Web (www) বা ওয়েব হচ্ছে বিশ্বব্যপী বন্ডিত গতিশীল গ্রাফিক্যাল হাইপার টেক্সট ইনফরমেশন সিস্টেম যা ইন্টারনেটে রান (Run) করে। হাইপার টেক্সট থেকে ওয়েবের প্রাথমিক ধারণার উৎপত্তি।

আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টিউনটি কষ্ট করে পড়ার জন্য আপনাকে আন্তরক অভিনন্দন ও শুভেচ্ছা।

আগামী পর্বে থাকছে ওয়েব ব্রাউজার নিয়ে আলোচনা, সে পর্যন্ত সাথে থাকবেন। টিউমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার এই টিউনটি, আগামী পর্ব লিখবো কি লিখবোনা ডিপেন্ট করছে আপনার উপর, কারন আপনার কাজে আসবে এমন টিউন করতে পারলে ভালো লাগে,
আল্লাহ হাফেজ

আমার টিউন গুলো ভালো লাগলে অবশ্যই আমার টিউন বেশি বেশি জোসস করুন

আমার টিউন গুলো আপনার ‘টিউন স্ক্রিন’ নিয়মিত পেতে অবশ্যই আমাকে ফলো করুন। আমার টিউন গুলো সবার কাছে ছড়িতে দিতে অবশ্যই আমার টিউন গুলো বিভিন্ন সৌশল মিডিয়াতে বেশি বেশি শেয়ার করুন

আমার টিউন সম্পর্কে আপনার যে কোন মতামত, পরামর্শ ও আলোচনা করতে অবশ্যই আমার টিউনে টিউমেন্ট করুন

আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ‘টেকটিউনস ম্যাসেঞ্জারে’ আমাকে ম্যাসেজ করুন। আমার সকল টিউন পেতে ভিজিট করুন আমার ‘টিউনার পেইজ’



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar