ad720-90

চার্জগেইট: নতুন আইফোনের নতুন সমস্যা


কয়েকজন ব্যবহারকারী অভিযোগ করেন তাদের
ডিভাইসে প্লাগ যুক্ত করার পর কিছুক্ষণ রেখে দিলে এক সময় তা চার্জ নেওয়া বন্ধ করে দেয়।
কেউ কেউ বলছেন শুধু ডিসপ্লে জ্বলে থাকলেই চার্জ নেয় তাদের নতুন আইফোন।

ভিডিও ব্লগার লুইস হিলসেনটেগার তার
এক ভিডিওতে এই সমস্যা দেখান, সমস্যাটিকে তিনি ‘চার্জগেইট’ নামে আখ্যা দিয়েছেন।

অ্যাপল এখনও এই বিষয় নিয়ে কোনো মন্তব্য
করেনি।

হিলসেনটেগার ইউটিউবে ‘আনবক্স থেরাপি’
নামের একটি চ্যানেলে ভিডিও উপস্থাপন করে থাকেন। বর্তমানে এই চ্যানেলের গ্রাহক সংখ্যা
১.২ কোটিরও বেশি।

শনিবার প্রকাশিত এক ভিডিওতে তিনি
নয়টি আইফোন নিয়ে পরীক্ষা চালিয়ে দেখান। এই আইফোনগুলোতে তিনি একটি অফিসিয়াল অ্যাপল পাওয়ার
সাপ্লাই প্লাগ যুক্ত করেন। ২০১৭ সালে আসা আইফোন X কোনো সমস্যা ছাড়াই চার্জড হলেও, নতুন
Xএস ও Xএস ম্যাক্স প্লাগ যুক্ত করার পর চার্জ নেয়নি। নতুন আইফোনগুলোর মধ্যে অধিকাংশই
ডিসপ্লে জ্বলে থাকা অবস্থায়ই শুধু চার্জ নিয়েছে। আর একটি একেবারেই চার্জ নেয়নি।  

হিলসেনটেগার বলেন, একজন দর্শক তাকে
এই সমস্যা নিয়ে মেইল করার পর তিনি এ বিষয়ে জানতে পারেন। তিনি এই সমস্যা আগে দেখেননি,
এর কারণ হচ্ছে তিনি তার ডিভাইসে পাওয়ার কেবল যুক্ত না করে তারবিহীন চার্জিং ব্যবস্থা
ব্যবহার করেন। ভিডিওতে তিনি বলেন, “কোনো একটি প্ল্যাটফর্মে ওই লোকদের (অভিযোগকারী)
এভাবে একটি সাড়া দিলে বিষয়টি আলোচনায় উঠে আসা উচিৎ আর আশা করি এ নিয়ে কোনো ধরনের সফটওয়্যার
সমাধান আনা হবে।” 

আইফোন Xএক্স ও Xএস ম্যাক্স-এর চার্জিং
নিয়ে কিছু অভিযোগ অ্যাপলের নিজ ওয়েবসাইটে থাকা আলোচনা ফোরামেও পোস্ট করা হয়েছে। সামাজিক
মাধ্যমেও এমন অভিযোগ নিয়ে পোস্ট পাওয়া গিয়েছে। 

কোনো কোনো ব্যবহারকারী অ্যাপলের সাম্প্রতিক
নিরাপত্তা সেটিংসে আনা বদলের সঙ্গে এই সমস্যার সম্পর্ক রয়েছে বলে ধারণা করছেন।

আইওএস ১১.৪.১ বের করার পর থেকে আইফোন
কিছুক্ষণ অব্যবহৃত অবস্থায় ফেলে রাখলে এর লাইটনিং পোর্ট কাজ করা বন্ধ করে দিতে পারে।
এর মাধ্যমে চোর, সাইবার অপরাধী বা আইন প্রণয়ণকারী সংস্থার কর্মীদের আইফোনে প্রবেশ ঠেকানো
যেতে পারে। “কিছু কিছু ক্ষেত্রে এটি চার্জ নাও নিতে পারে”- নিজেদের ওয়েবসাইটে এমনটা
উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। তবে এত আইফোন Xএস ও Xএস ম্যাক্স ব্যবহারকারী কেন এই সমস্যার
মুখোমুখি হচ্ছেন তার ব্যাখ্যা এই কথার মাধ্যমে প্রকাশ পায় না, এমনটাই বলা হয়েছে ব্রিটিশ
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar