ad720-90

প্রসাধনীতে থাকা রাসায়নিক উপাদান থেকে ক্যান্সারের সম্ভাবনা!


নিজেকে সাজাতে প্রতিনিয়ত বিভিন্ন রকম প্রসাধনী সামগ্রী ব্যবহার করে থাকেন নারীরা। কিন্তু এসব প্রসাধনীতে এমন কিছু রাসায়নিক উপাদান আছে যা নারীর জন্য খুবই বিপজ্জনক হতে পারে৷ 

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা এক সমীক্ষা থেকে এই তথ্য বেরিয়ে এসেছে৷ এ নিয়ে জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ভেল একটি প্রতিবেদন প্রকাশ করে। 

প্রতিবেদনে বলা হয়, প্রসাধনীতে থাকা রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল মহিলাদের যৌন হরমোনকে প্রভাবিত করতে পারে। এছাড়া প্রসাধনীর রাসায়নিক পদার্থ প্রস্রাবে ক্ষতিকর প্রভাব ফেলে। ১৮ থেকে ৪৪ বছর বয়সী মোট ১৪৩ জন নারীর ৫০০ বারের প্রস্রাব নিয়ে করা হয় গবেষণাটি। যার মধ্যে ছিল আলট্রা ভায়োলেট ফিল্টার, অ্যান্টিমাইক্রোবায়াল প্রিজারভেটিভস, বিসফেনল এ, এবং ক্লোলোফেনলস৷

প্রতিবেদনে আরো বলা হয়, আলট্রা ভায়োলেট ফিল্টার এবং ফেনোলস, ফোলিক স্ট্রিমুলেশন হরমোন এবং লুইটিনিজিং হরমোনের মাত্রা কমায় ঠিকই, তবে প্যারাবেস হরমোন এবং ডিম্বাশয়ের উৎপাদিত প্রধান হরমোন ইস্ট্রজেনের মাত্রা বৃদ্ধি পায়৷

এছাড়া প্রসাধনীর কিছু কেমিক্যালস স্তন ক্যানসারের মতো এস্ট্রোজেন-নির্ভর রোগগুলিকে প্রভাবিত করতে পারে বলে জানান গবেষকরা৷

এখন কথা হচ্ছে, তাহলে কী প্রসাধনী ব্যবহার করা যাবে না? এ বিষয়ে গবেষকরা বলছেন, প্রসাধন সামগ্রীগুলোতে কী কী রাসায়নিক দ্রব্য বা উপাদান থাকে তা প্রসাধনী কেনা এবং ব্যবহারের আগে দেখে নেওয়া উচিত। সূত্রঃ ইত্তেফাক

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar