ad720-90

আইওএস-এও ‘আসছে’ ফেইসবুক লাইট


বৃহস্পতিবার
সামাজিক মাধ্যমটি আইওএস ডিভাইসের জন্য ফেইসবুক লাইট এনেছে, তবে তা শুধু তুরস্কে- এমনটাই
বলা হয়েছে প্রযুক্তি সাইট সিনেট-এর প্রতিবেদনে।

ফেইসবুক
লাইট-এর আইওএস সংস্করণ কম ডেটা খরচ করে, আইফোনের জায়গা বাঁচায় আর ২জি ইন্টারনেট সংযোগেও
চলতে সক্ষম। এটি ডাউনলোড করতেও ৫এমবি’র কম খরচ হবে।

অ্যান্ড্রয়েডের
ফেইসবুক লাইট-এর মতো এতেও ফেইসবুকের মূল অ্যাপের মৌলিক ফিচারগুলো থাকছে। এগুলোর মধ্যে
নিউজ ফিড, ছবি ও নোটিফিকেশন আর স্থানীয় ইভেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সন্ধানের সুযোগ
উল্লেখযোগ্য। 

২০১৫
সালে প্রথম এই অ্যাপটি উন্মোচন করে ফেইসবুক। বাংলাদেশ, নেপাল, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা,
সুদান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম এবং জিম্বাবুয়েতে অ্যাপটি পরীক্ষা করা হয়। চলতি বছর মার্চে
যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড ও
নিউ জিল্যান্ডসহ একশ’টিরও বেশি দেশে এটি চালু করে সামাজিক মাধ্যমটি।

যুক্তরাষ্ট্রে
আইওএস-এর জন্য কবে ফেইসবুক লাইট আসবে তা এখনও স্পষ্ট নয়।

এ নিয়ে
মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও ফেইসবুকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা
হয়নি বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইটটির প্রতিবেদনে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar