ad720-90

গ্র্যাবকে আরও ৫০ কোটি ডলার ‘দেবে’ সফটব্যাংক


ছয় বছর বয়সী প্রতিষ্ঠান গ্র্যাব ইতোমধ্যে মোট ছয়শ’ কোটি ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে। কয়েক মাস আগে সফটব্যাংকের নেতৃত্বের চীনা রাইড হেইলিং প্রতিষ্ঠান দিদি ছুসিং ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাপানি প্রতিষ্ঠান টয়োটার কাছ থেকেও বিনিয়োগ পেয়েছে গ্র্যাব। 

বর্তমানে গ্র্যাব-এর বাজারমূল্য প্রায় ১১০০ কোটি ডলার বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে। 

২০১৪ সালে প্রথম গ্র্যাব-এর একটি অংশ ২৫ কোটি ডলারের বিনিময়ে কিনে নেয় সফটব্যাংক। চলতি বছর গ্র্যাব মার্কিন রাইড হেইলিং প্রতিষ্ঠান উবার-এর দক্ষিণপূর্ব এশিয়ার ব্যবসা কিনে নেয়। 

নতুন বিনিয়োগের খবরের পর সফটওয়্যার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি আর গ্র্যাব মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেছে বলে জানিয়েছে রয়টার্স।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar