ad720-90

সাইবার নিরাপত্তায় গুগলের নতুন অ্যাপ ইনট্রা


নতুন
এই অ্যাপটির নাম বলা হয়েছে ‘ইনট্রা’– খবর আইএএনএস-এর।

ইন্টারনেটের
ফোনবুক বলা হয় ডিএনএস-কে। ডোমেইন নামের মাধ্যমে এখান থেকেই তথ্য পেয়ে থাকেন গ্রাহক।
ব্রাউজার যাতে ইন্টারনেটের উপাদানগুলো লোড করতে পারেন সেজন্য ডোমেইন নামকে আইপি অ্যাড্রেস-এ
অনুবাদ করে ডিএনএস।

জিগ-স’
জানায়, “ডিএনএস হামলা সংবাদ সাইট, সামাজিক মাধ্যম এবং মেসেজিং অ্যাপের অ্যাকসেস ব্লক
করে। নতুন অ্যাপ্লিকেশনটি এটি প্রতিহত করবে বলে আশা করা হচ্ছে।”

ধারণা
করা হচ্ছে ফিশিং ও ম্যালওয়্যার হামলার হাত থেকেও গ্রাহককে রক্ষা করবে ‘ইনট্রা’।

অ্যাপটির
ক্ষেত্রে ডেটা ব্যবহারের ওপর কোনো সীমাবদ্ধতা রাখেনি গুগল। আর এটি ইন্টারনেটের গতিও
কমাবে না বলে জানানো হয়েছে।

ওপেন
সোর্স এই অ্যাপটিতে গ্রাহকের তথ্য গোপন থাকবে বলে দাবি করেছে গুগল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar