ad720-90

এলো ফেইসবুকের ভিডিও চ্যাটিং স্পিকার


সোমবার পোর্টাল নির্মাতা বিশ্বের
সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি জানায়, ট্যাবলেট আকারের স্ক্রিনযুক্ত নতুন ভিডিও যোগাযোগের
স্পিকারগুলো মানুষের যোগাযোগের মধ্যে থাকার ধরন নাটকীয়ভাবে বদলে দিতে পারে। সেইসঙ্গে
এতে থাকা বিল্ট-ইন এআই প্রযুক্তি ভিডিও কলিং আরও সহজ করবে, যা অনেকটা একসঙ্গে ঘুরতে
বের হওয়ার মতো হবে।

ছবি- ফেইসবুক

ছবি- ফেইসবুক

এক বিবৃতিতে ফেইসবুকের পক্ষ থেকে
বলা হয়, “ফেইসবুকের ১০ ইঞ্চির ১২৮০*৮০০ ডিসপ্লেযুক্ত পোর্টাল ভিডিও কলিং উন্নত করবে
ও আপনাকে আপনার বন্ধু আর পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে সহায়তা করবে। আপনি ১৫ ইঞ্চির
১৯২০*১০৮০ ডিসপ্লেযুক্ত পোর্টাল প্লাস-ও বেছে নিতে পারেন।” 

যুক্তরাষ্ট্রে এখন এই দুই ডিভাইসের
জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে। চলতি বছর নভেম্বরে এটি বাজারে আনা হবে। 

ছবি- ফেইসবুক

ছবি- ফেইসবুক

পোর্টাল-এর দাম রাখা হয়েছে ১৯৯ ডলার
আর পোর্টাল প্লাস-এর ক্ষেত্রে তা ৩৪৯ ডলার।

ফেইসবুক-এর ভাষ্য হচ্ছে, “আপনি  যে কোনো দুটি ডিভাইস কিনলে একশ’ ডলার ছাড় পাবেন–
এর মানে হচ্ছে একসঙ্গে দুটি পোর্টাল প্লাস কিনলে দাম পড়বে ২৯৮ ডলার।”

 

এই ভিডিও চ্যাটিং স্পিকারগুলোতে স্মার্ট
ক্যামেরা আর স্মার্ট সাউন্ড প্রযুক্তি রাখা হয়েছে। স্মার্ট ক্যামেরাটি সবাইকে স্ক্রিনে
দেখাতে স্বয়ংক্রিয়ভাবে ঘুরতে ও জুম করতে পারে। স্মার্ট সাউন্ড ব্যাকগ্রাউন্ডে থাকা
কোলাহল কমিয়ে দেয় ও যে ব্যক্তি কথা বলছেন তার কণ্ঠের আওয়াজ বাড়িয়ে দেয়। এক্ষেত্রে কথা
বলতে থাকা ব্যক্তি কোথাও সরলেও সমস্যা নেই।

ছবি- ফেইসবুক

ছবি- ফেইসবুক

ফেইসবুকের পক্ষ থেকে আরও বলা হয়,
“আপনার ফেইসবুক আর মেসেঞ্জার বন্ধুদের পোর্টাল না থাকলেও তাদেরকে কল করতে পারবেন। সেইসঙ্গে
মেসেঞ্জার আছে এমন স্মার্টফোন ও ট্যাবলেট থেকেও পোর্টালে কল করা যাবে। পোর্টালে একই
সময়ে সাতজনের গ্রুপ কলিংয়ে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।”

হাতের ব্যবহার ছাড়াই শুধু কণ্ঠ দিয়ে
নিয়ন্ত্রণ করা যাবে এই ডিভাইসদুটি। ব্যবহারকারীরা শুধু ‘হেই পোর্টাল’ আর যাকে কল করতে
চান তার কথা বলেই একটি ভিডিও কল শুরু করতে পারবেন।

পোর্টাল-এ মার্কিন ই-কমার্স জায়ান্ট
অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার অ্যামাজন অ্যালেক্সা বিল্ট-ইন হিসেবে রাখা হয়েছে।

ছবি- ফেইসবুক

ছবি- ফেইসবুক

এই দুই ডিভাইসে একটি ক্যামেরা কভারও
রাখা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা যখন ইচ্ছা ক্যামেরার লেন্স ঢেকে দিতে পারবেন।
কিন্তু সে সময়ও এতে আসা কল ও নোটিফিকেশন গ্রহণ করা যাবে, এমনকি ওই সময়ও ব্যবহার করা
যাবে ভয়েস কমান্ড।

ছবি- ফেইসবুক

ছবি- ফেইসবুক

“বাসায় পোর্টাল ব্যবহারের অধিকার
নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনি স্ক্রিন লকড রাখতে চার থেকে ১২ অংকের পাসকোড সেট করতে পারবেন।
পাসকোড বদলাতে আপনার ফেইসবুক পাসওয়ার্ড দরকার হবে”- বলা হয় ফেইসবুকের বিবৃতিতে।

যখন কেউ কোনো কলিংয়ে থাকবে না, সে
সময় পোর্টাল-এর ‘সুপারফ্রেইম’ ফিচার ব্যবহারকারীর বিভিন্ন পছন্দের ছবি ও ভিডিও আর জন্মদিনের
রিমাইন্ডারের মতো নোটিফিকেশন দেখাতে পারবে। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar