ad720-90

পিক্সেল ক্যামেরায় আসছে এক্সটার্নাল মাইক্রোফোন


শীঘ্রই
পিক্সেলের ক্যামেরা অ্যাপ আপডেট করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। নতুন
আপডেটের ফলে ক্যামেরা অ্যাপ দিয়ে ভিডিও ফুটেজ ধারণের সময় এক্সটার্নাল বা আলাদা মাইক্রোফোন
ব্যবহার করতে পারবেন গ্রাহক– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

পিক্সেল
ক্যামেরায় আপডেটের বিষয়টি নিশ্চিত করেছেন গুগলের অ্যাপ প্রকৌশল দলের এক কর্মী।

ভালো
মানের স্থীর ছবি তোলায় খ্যাতি রয়েছে পিক্সেল স্মার্টফোনের। আর স্ট্যাবিলাইজার প্রযুক্তির
কারণে ভিডিও ফুটেজ ধারণেও ভালো কাজ করে পিক্সেল। কিন্তু মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড
করা শব্দ তেমন ভালো হয় না। ইউএসবি-সি পোর্টের মাধ্যমে এক্সটার্নাল মাইক্রোফোন যুক্ত
করে এই সমস্যার সমাধান করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওপেন
ক্যামেরা’র মতো কিছু তৃতীয় পক্ষের ক্যামেরা অ্যাপে ইতোমধ্যেই এক্সটার্নাল মাইক্রোফোন
সমর্থন রয়েছে। কিন্তু গুগলের স্টক ক্যামরা অ্যাপে এই ফিচারটি চালু করা হলে তা ভ্লগারদের
জন্য সস্তির বিষয় হবে বলেই মনে করা হচ্ছে।

গুগল
ফোরামে প্রতিষ্ঠানের এক প্রকৌশলী বলেন, “১৮ অক্টোবর পিক্সেল ৩ বাজারে আসার দিনই সব
পিক্সেল ফোনের ক্যামেরা অ্যাপে অ্যান্ড্রয়েডের জন্য উপযুক্ত এক্সটার্নাল মাইক্রোফোন
সমর্থন চালু করা হবে।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar