ad720-90

ইউটিউবে বিভ্রাট, পরে সমাধান


মার্কিন
সংবাদমাধ্যম সিএনবিসি’র তথ্যমতে, বাংলাদেশ সময় সকাল ৯টায় এই সেবা আবারও স্বাভাবিক অবস্থায়
ফিরে আসে। যদিও এই বিভ্রাট কেন হয়েছে তা নিয়ে ইউটিউব কোনো ব্যাখ্যা দেয়নি।

এর
আগে ব্যবহারকারীরা ইউটিউব ডটকম-এ প্রবেশ করতে চাইলে তারা একটি খালি পেইজ দেখতে পান,
এই পেইজে কোনো ভিডিও ছিল না। আর ইউটিউবের অ্যাপে একটি এরর মেসেজ দেখানো হয়। এতে বলা
হয়, “নেটওয়ার্কে একটি সমস্যা আছে [৫০৩]।”

বিভিন্ন
ওয়েবসাইটের সেবায় বিভ্রাটের খবর প্রকাশক সাইট ডাউনডিটেকটর-এর ম্যাপে দেখা যায়, যুক্তরাষ্ট্র,
ব্রাজিল, জাপান, অস্ট্রেলিয়ার কিছু অংশ, দক্ষিণপূর্ব এশিয়া এবং পশ্চিম ইউরোপের ব্যবহারকারীরা
এই সমস্যার মুখোমুখি হয়েছেন।

মাইক্রোব্লগিং
সাইট টুইটারে ইউটিউব বিভ্রাটের কথা স্বীকার করেছে। সে সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে
বলা হয়, তারা এই সমস্যা সমাধানে কাজ করছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar