ad720-90

ক্যামেরাযুক্ত সেট-টপ বক্স বানাচ্ছে ফেইসবুক


প্রতিবেদনে
বলা হয়, অভ্যন্তরীণভাবে এই ডিভাইসের নাম দেওয়া হয়েছে ‘রিপ্লে’। ভিডিও কলিং চলাকালে
ফ্রেইমের আওতায় থাকা কোনো ব্যক্তি নড়াচড়া করলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে এই ডিভাইসে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হয়েছে।

ভিডিও
চ্যাটিং ছাড়াও অ্যাপল আর অ্যামাজনের সঙ্গে টিভি খাতে প্রতিদ্বন্দ্বীতা করতে এই ডিভাইস
ফেইসবুককে সহায়তা করবে। 

এ বিষয়ে
ফেইসবুক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেছে।

চলতি
মাসে পোর্টাল এবং পোর্টাল প্লাস নামের এআইচালিত এক জোড়া স্মার্ট ভিডিও ডিভাইস উন্মোচন
করেছে ফেইসবুক। ‘মানুষকে সংযুক্ত করা ও ভিডিও চ্যাটিংয়ে থাকা ব্যক্তিরা একই কক্ষে আছেন
এমন অনুভূতি দিতে’ এই ডিভাইসদুটি বানানো হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

পোর্টাল-এর
দাম রাখা হয়েছে ১৯৯ ডলার আর পোর্টাল প্লাস-এর ক্ষেত্রে তা ৩৪৯ ডলার।

এই
ভিডিও চ্যাটিং স্পিকারগুলোতে স্মার্ট ক্যামেরা আর স্মার্ট সাউন্ড প্রযুক্তি রাখা হয়েছে।
স্মার্ট ক্যামেরাটি সবাইকে স্ক্রিনে দেখাতে স্বয়ংক্রিয়ভাবে ঘুরতে ও জুম করতে পারে।
স্মার্ট সাউন্ড ব্যাকগ্রাউন্ডে থাকা কোলাহল কমিয়ে দেয় ও যে ব্যক্তি কথা বলছেন তার কণ্ঠের
আওয়াজ বাড়িয়ে দেয়। এক্ষেত্রে কথা বলতে থাকা ব্যক্তি কোথাও সরলেও সমস্যা নেই।

পোর্টাল-এ
মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার অ্যামাজন অ্যালেক্সা
বিল্ট-ইন হিসেবে রাখা হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar