ad720-90

ন্যানো মেমোরি কার্ড আনলো হুয়াওয়ে


হুয়াওয়ে মেইট ২০ এবং মেইট ২০ প্রো-তে প্রথাগত মাইক্রোএসডি’র বদলে ব্যবহার করা হবে ন্যানো মেমোরি।

ন্যানো সিম কার্ডের আকারেই তৈরি করা হয়েছে ন্যানো মেমোরি। আর মাইক্রোএসডি’র চেয়ে আকারে ৪৫ শতাংশ ছোট নতুন এই মেমোরি কার্ড– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

এই ন্যনো মেমোরির স্টোরেজ শুরু হবে ২৫৬ গিগাবাইট থেকে। আর সেকেন্ডে ৯০ মেগাবাইট ডেটা স্থানান্তর করতে পারবে এটি।

হুয়াওয়ে মেইট ২০ এবং মেইট ২০ প্রো’র ডুয়াল-সিম ট্রেতে বসানো যাবে ন্যানো মেমোরি। গ্রাহক দ্বিতীয় সিম স্লটটিতে তার পছন্দ মতো সিম কার্ড বা ন্যানো মেমোরি ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে।

আপাতত শুধু হুয়াওয়ে স্মার্টফোনেই সমর্থন করবে নতুন ন্যানো মেমোরি। পরবর্তীতে অন্যান্য স্মার্টফোনেও ন্যানো মেমোরি সমর্থন আনা হবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন এই মেমোরির বাজার মূল্য কতো হবে তা এখনও জানানো হয়নি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar